প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / হায়েজা স্ত্রীর সাথে সহবাস করলে কাফফারা কী?

হায়েজা স্ত্রীর সাথে সহবাস করলে কাফফারা কী?

প্রশ্ন

From: জাবেদ
বিষয়ঃ important

প্রশ্নঃ
হযরত আমি আজকে আমার বিবির সাথে সহবাস করি। এক পর্যায়ে আমি প্রস্রাব করার জন্য টয়লেটে যাই। তখন খেয়াল করি যে তার মাসিক এর কারনে রক্ত বের হয়ে আমার যৌনাঙ্গ এ লেগে গেছে।

উল্লেখ্য, আমি সহবাসের পূর্বে তাকে জিজ্ঞেস করেছিলাম তখন সে বলেছিল যে সুস্থ হয়ে গিয়েছে। যদি জানতাম যে সে অসুস্থ আমি এই ভুল করতাম না। এখন আমার কাফফারা হিসেবে কি করা উচিত?

উত্তর

بسم الله الرحمن الرحيم

হায়েজ অবস্থায় সহবাস করা সম্পূর্ণরূপে হারাম ও গোনাহের কাজ।

এহেন গোনাহের কাজ করার কারণে আপনার আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফার করা জরুরী। ভবিষ্যতে এমন নিষিদ্ধ কাজ কখনোই না করার দৃঢ় সংকল্প করতে হবে।

আলাদা কোন কাফফারা নেই। তওবা ও ইস্তিগফারই এ গোনাহের কাফফারা হবে ইনশাআল্লাহ।

তবে জেনেশুনে ইচ্ছেকৃত করলে তওবার সাথে সাথে মুস্তাহাব হল, এমন কাজের জন্য এক দিনার তথা ৪ গ্রাম ৩৭৪ মিলিগ্রাম স্বর্ণ বা তার সমমূল্য বা আধা দিনার তথা ২ গ্রাম ১৮৭ মিলিগ্রাম স্বর্ণ বা তার সমমূল্য সদকা করে দেয়া। [কিতাবুন নাওয়াজিল-৩/১৯৬]

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ ۖ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ ۖ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّىٰ يَطْهُرْنَ ۖ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ [٢:٢٢٢]

আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। [সূরা বাকারা-২২২]

ووطئها فى الفرج عالما بالحرية عامدا مختارا كبيرة، لا جاهلا ولا ناسيا ولا مكرها فليس عليه إلا التوبة والاستغفار، ويستحب أن يتصدق بدينار أو نصفه (البحر الرائق-1/197)

 

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *