প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / পরীরা কি অনেক সুন্দর?

পরীরা কি অনেক সুন্দর?

প্রশ্ন

From: বাদশা
বিষয়ঃ পরী বিষয়ক

প্রশ্নঃ
আসসালামুআলাইকুম।
গাজিপুর থেকে বাদশাহ বলছি।
আমি পরী বিষয়ক অনেক রিসার্চ করতেছি। তবে আমার বয়স ও জ্ঞান এ বিষয়ে কম। এদের দেখার জন্য চেষ্টা করছি। বাস্তবেই কি এরা অতি সুন্দর?

অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছি জানার জন্য। আপনার কাছে যদি পরী দেখার কোনো সঠিক ও ১০০% পদ্ধতি থাকে জানালে খুশি হবো।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبراكته

بسم الله الرحمن الرحيم

আমরা আখেরাতের জীবনে জান্নাত পেতে ও জাহান্নাম থেকে বাঁচতে দৈনন্দিন জীবনের শরয়ী নির্দেশনা বিষয়ক প্রশ্নের জবাব বা সমাধান দিয়ে থাকি।

পরী দেখানোর দায়িত্ব আমরা পালন করি না। আর আপনার এ চেষ্টাটা একটি অহেতুক ও বাজে চেষ্টা এবং সময় অপচয় ছাড়া কিছু নয়। তাই এহেন মানসিকতা পরিহার করুন।

বাকি পরী বা জিন জাতি আছে। কুরআন ও হাদীসের মাঝে এর স্বপক্ষ্যে পরিস্কার প্রমাণ বিদ্যমান।

এ উপমহাদেশে নারী জিনকেই “পরী” নামে ডাকা হয়।

আর জিন জাতির একটি মৌলিক বৈশিষ্ট্য হল, তারা ইচ্ছেমত নিজের রূপ বদল করতে পারে।

সুতরাং কোন জিন পরমা সুন্দরী মেয়ের সূরত ধরতেই পারে।

وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ [٥٥:١٥]

এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। [সূরা আর রহমান-১৫]

عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجِنُّ ثَلَاثَةُ أَصْنَافٍ صِنْفٌ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ فِي الْهَوَاءِ، وَصِنْفٌ حَيَّاتٌ وَكِلَابٌ، وَصِنْفٌ يَحِلُّونَ وَيَظْعَنُونَ» (المستدرك على الصحيحين-2/456، رقم-3702)

وقد اقدر الله تعالى الجن على أن يظهروا فى أى صورة شاؤوا كما أقدرنا أن نظهر فى أى لباس شئنا، فكما أن أشكال اللبس لنا مسخرة كذلك كانت أشكان الصور لهم مسخرة غير أن لباسنا من نسج الغزل والقز ولباسهم من نسج الهواء والأشعة…… وإنما يتشكل بصورة الرجل بواسطة الهواء المتكاثف لأن الهواء إذا تكاثف أمكن إدراكه كالسراب (اليواقيت والجواهر فى بيان عقائد الأكبر لشيخ عبد الوهاب بن احمد بن على الشعرانى-1/242)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *