প্রশ্ন
আসসসালামু আলাইকুম,
আমি একজন প্রকৌশল বিদ্যার ছাত্র। আমার হলো-
আহলে হাদিস বা সালাফিদের ভালো কোন কাজে যেমন ত্রান বা দান সাহায্য করা যাবে কি?
উত্তর
وعليكم السلام ورحمة الله وبكاته
بسم الله الرحمن الرحيم
কথিত আহলে হাদীসদের সহযোগিতা করা
জায়েজ আছে। তবে না করাই উত্তম। যেহেতু তারা এর মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের কুরআন হাদীস ভিত্তিক সঠিক পদ্ধতিটিকে বাতিল বলে অপপ্রচার করছে। সেই সাথে মুসলমানদের পারস্পরিক ভাতৃত্ববোধ, নামায-রোযা ও যাবতীয় ইবাদতে হাজার বছরের ঐতিহ্যিক একতা বিনষ্ট করার জন্য মিশন নিয়ে কাজ করছে,তাই তাদের সহযোগিতা করা উচিত হবে না। সাধারণ মুসলমানদের মাঝে ছড়িয়ে দিচ্ছে বিবাদ আর বিশৃংখলা, দ্বীন সম্পর্কে সন্দেহ-সংশয়। তাই এরকম ফিতনাবাজ দলকে সহযোগিতা করা কিছুতেই ঠিক হবে না।
বরং আপনি নিজেই উক্ত অর্থ গরীবদের মাঝে বন্টন করে দিন। বা কোন হক দলের মাধ্যমে তা বন্টন করান।
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।