প্রশ্ন
আসসালামু আলাইকুম
জনাব লুৎফর রহমান ফরায়েজী সাহেব!
আমার নাম আব্দুল মুত্তালিব। কেউ বলেন আমার এই নাম রাখা জায়েজ কেউ কেউ বলেন জায়েজ নেই।
আপনার নিকট জানতে চাই আসলে কি এই নাম রাখা জায়েজ নেই? দলীল সহ জানতে চাই।
অগ্রিম জাঝাকাল্লাহ
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আব্দুল মুত্তালিব নাম রাখা জায়েজ নয়। কারণ, আব্দুল মুত্তালিব অর্থ হল মুত্তালিবের বান্দা। আর আব্দ তথা বান্দা হবার নিসবত আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ ছাড়া অন্য কোন নামের দিকে নিসবত করা জায়েজ নয়।
এ কারণে এ নাম পরিবর্তন করা আবশ্যক।
أقول ويؤخذ من قوله ولا عبد فلان منع التسمية بعبد النبى ونقل المناوى عن الدميرى أنه قيل بالجواز بقصد التشريف النسبة والأكثر على المنع خشية اعتقاد العبودية كما لا يجوز عبد الدار (رد المحتار، كتاب الحظر والإباحة، باب الاستبراء وغيره-9/599، الموسوعة الفقهية الكويتية-11/336)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]