প্রচ্ছদ / পরিবার ও সামাজিকতা / স্বামী স্ত্রীর একান্ত বিষয় সম্পর্কে

স্বামী স্ত্রীর একান্ত বিষয় সম্পর্কে

প্রশ্ন:

From: ফারুক প্রধান

Subject: সহবাস আগে এবং পরে করণীয়  প্রসংগে
Country : কুয়েত সিটি, কুয়েত
Mobile :
Message Body:
আসসালামু আলাইকুম
প্রশ্ন: বিবি যদি গর্ভবতী হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী কি বিবির সাথে সহবাস করতে পারবে কিনা?
প্রশ্ন: সহবাসের হুকুম থাকলে, সহবাস করার ক্ষেত্রে গর্ভে যেই সন্তান আছে তার ওপর কোন বদ প্রভাব পড়বে নাকি ?
প্রশ্ন: সহবাসের সময় বা আগে দুআ পড়ার পর, সেখানে শয়তান থাকার সম্ভাবনা আছে কিনা? সেক্ষেত্রে স্বামী স্ত্রীর ওপর কোন চাদর বা কাপড় রাখা জরুরী কিনা?
প্রশ্ন: সহবাসের শেষ সময় দিকে যে দুআ আছে, সেটা আওয়াজবিহীন ঠোঁট নাড়িয়ে পড়লে কোন গুনাহ হবে নাকি ?
প্রশ্ন: সহবাসের শেষ হওয়ার পর ফরজ গোসলের আহে খাওয়া দাওয়া করলে কোন গুনাহ হবে নাকি ? বা ওযু করে নিলে হবে নাকি খাওয়ার আগে ?
প্রশ্ন: সহবাসের  আগে এবং পরে করণীয়  সম্পর্কে কিছু বলে দিলে ভাল হয় ?

উত্তরগুলো দ্রুত জানালে উপকৃত হব….

আল্লাহ কাছে দুয়া করি আপনাদের এই নেক উদ্যোগ কবুল করুক

আল্লাহ হাফেজ

জবাব

بسم الله الرحمن الرحيم

গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ। তবে পেটের সন্তানের ক্ষতি হলে জায়েজ নেই। আর কখন থেকে বাচ্চার জন্য ক্ষতিকর, তা বিজ্ঞ ডাক্তার থেকে জেনে নিবে। [ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৯/১৩৮}

সহবাসকালে একদম উলঙ্গ হওয়া উচিত নয়। উপরে কাপড় দিয়ে ঢেকে নেয়া উচিত। {ফাতওয়া মাহমুদিয়া-২৯/১৪৭}

عن عبد الله بن سرجس أن رسول الله صلى الله عليه و سلم قال : إذا أتى أحدكم أهله فليلق على عجزه وعجزها شيئا ولا يتجردا تجرد العيرين

 অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন সারজিস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যখন তোমাদের কেউ স্ত্রীর কাছে আসে তখন সে যেন নিজের ও স্ত্রীর উপর কোন কাপড় রাখে, আর একদম উলঙ্গ যেন না হয়। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৯০২৯, কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-৪৪৮৬২}

সহবাসের দুআ পড়ার দ্বারাই শয়তান দূর হয়ে যায়। আর দুআ জোরে পড়ার দরকার নেই, মনে মনে পড়লেই হবে।

عن مجاهد أن الذي يجامع ولا يسمي يلتف الشيطان على احليله فيجامع معه

অনুবাদ-হযরত মুজাহিদ রহঃ থেকে বর্ণিত। আল্লাহর নাম নেয়া ছাড়া যে সহবাস করে শয়তান তার সাথে সহবাসে শরীক হয়ে যায়। [ফাতহুল বারী লি ইবনে হাজার রহঃ-১০/২৮৭, উমদাতুল কারী-৯/১৫৩}

সহবাসের পর গোসল করার আগে খানাপিনা করতে কোন সমস্যা নেই। তবে হাতমুখ নাপাক থেকে মুক্ত থাকা জরুরী। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-৮/১৮৬}

الجنب اذا اراد ان ياكل أو يشرب فالمستحب به أن يغسل يديه وفاه وان ترك فلا بأس (خانية على هامش الهندية-1/46

অনুবাদ-গোসল ফরজ হওয়া ব্যক্তি যদি খানাপিনা করতে চায়, তাহলে তার জন্য উচিত হল উভয় হাত ও মুখ ধৌত করা, তবে যদি এমনটি না করে তবুও সমস্যা নেই। {ফাতওয়া খানিয়া আলা হামিশিল হিন্দিয়া-১/৪৬}

বিস্তারিত জানতে পড়ুন-বেহেস্তী জেওরের তুহফাতুজ যাউজাইন অধ্যায়।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *