প্রচ্ছদ / পরিবার ও সামাজিকতা / অসুস্থ্য পিতা মাতার ক্ষেত্রে বিয়ের পর মেয়ে কতটুকু খেদমত করতে পারে?

অসুস্থ্য পিতা মাতার ক্ষেত্রে বিয়ের পর মেয়ে কতটুকু খেদমত করতে পারে?

প্রশ্ন

From: Tahsin Ashraf Khan
বিষয়ঃ শ্বশুর শাশুড়ির হক

প্রশ্নঃ
আমি নতুন বিয়ে করেছি। আমার শ্বশুর শাশুড়ির কোন ছেলে নাই। তারা দুইজনই বৃদ্ধ এবং শারীরিক ভাবে দুর্বল। এখন আমার স্ত্রীর প্রশ্ন তার বাবা মা এর খেদমত কে করবে যেহেতু সে আমাদের বাড়িতে থাকবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সামর্থ থাকলে লোক ঠিক করে দিবে। যদি সম্ভব হয়, তাহলে স্বামী রাজি থাকলে ও সামর্থবান হলে তাদেরকে শ্বশুরবাড়ীতে নিয়ে এসে রাখবে।

যদি এতেও সমর্থ না হয়, তাহলে যতটুকু সম্ভব দেখাশোনা করার চেষ্টা করবে।

আল্লাহ তাআলা সামর্থের বাইরে কোন দায়িত্ব বান্দার উপর চাপিয়ে দেন না।

لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ ۖ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا [٦٥:٧]

বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিযিকপ্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দেবেন। [সূরা তালাক-৭]

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مَالًا وَوَلَدًا، وَإِنَّ وَالِدِي يَحْتَاجُ مَالِي؟ قَالَ: أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ، إِنَّ أَوْلَادَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ، فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلَادِكُمْ

‘আমর ইবনু শু‘আইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার সম্পদও আছে সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেনঃ তুমি এবং তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। তোমাদের সন্তান তোমাদের জন্য সর্বোত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাবে। [সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৩০]

فإن كان الأولاد ذكورا وإناثا موسرين فنفقة الأبوين عليهم بالسوية فى أظهر الروايتين وفى الخانية وعليه الفتوى (الفتاوى التاتارخانية-5\425، رقم-8366، المبسوط للسرخسى-5\222)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *