প্রশ্ন
আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতি সাহেব। আমি মোঃ দেলোয়ার হোসেন।
আমার তালাকের ব্যাপারে প্রচন্ড ওয়াসওয়াসা হয় সবসময়। চলতে ফিরতে সবসময় ওয়াসওয়াসা হয়।
মনে নাই পূর্বে কখনো তালাক দিয়েছি কি না?
শুধু মনে আমার স্ত্রীর সাথে তালাক হলো কিনা? আর হয়েছে কি না কিভাবে বুঝবো?
আর এ রকম সন্দেহের জন্য আর ওয়াসওয়াসা দূর করার জন্য অনেক বার বলেছি এক তালাক ধরে নিলাম অথবা এক তালাক হিসাবে ধরে নিলাম।
এ কথা বলার জন্য কয় তালাক হয়েছে বলে ধরবো অথবা আমার এখন করণীয় কী?
আমি আল্লাহর ফয়সালা মেনে নেব। আপনি শুধু আমাকে এ বিষয়ে দিক নির্দেশনা দিন। আমি খুব পেরেশানিতে আছি। দ্রুত জবাব দিলে পেরেশানি দূর হয়ে যেত।
আর নেটে সার্চ দেওয়ার জন্য অনেক বার অনেক কিছু লিখেছি যা বললে তালাক হয়ে যায়।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বিবরণ অনুপাতে কোন তালাক পতিত হয়নি।
সুতরাং পেরেশান হবার কিছু নেই। অহেতুক তালাক নিয়ে ওয়াসওয়াসা দূর করুন। যখনি এমন মনে হতে থাকবে, তখন অন্য কিছু নিয়ে ভাবতে শুরু করুন। কোন কাজে মগ্ন হয়ে যান। এভাবে উক্ত ওয়াসওয়াসাটি মন থেকে দূর করার চেষ্টা করুন।
বেশি করে সূরা ফালাক ও সূরা নাছ তিলাওয়াতের অভ্যাস গড়ে তুলুন। আশা করি এ রোগ সেরে যাবে ইনশাআল্লাহ।
عَنْ الْبَزَّازِيَّةِ وَالْقُنْيَةِ لَوْ أَرَادَ بِهِ الْخَبَرَ عَنْ الْمَاضِي كَذِبًا لَا يَقَعُ دِيَانَةً، وَإِنْ أَشْهَدَ قَبْلَ ذَلِكَ لَا يَقَعُ قَضَاءً أَيْضًا. اهـ)رد المحتار، كتاب الطلاق، مطلب فى المسائل اللتى تصح مع الاكراه-4/443، البحر الرائق-3/246، النحر الفائق-2/317(
منها: الشك هل تطلق ام لا؟ لم يقع (الأشباه والنظائر-1/196(
عدم الشك من الزوج فى الطلاق وهو شرط الحكم بوقوع الطلاق حتى لو شك فيه لا يحكم بوقوعه (بدائع الصنائع، كتاب الطلاق، فصل فى الرسالة-3/199(
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com