প্রশ্ন
From: Nazrul Islam
বিষয়ঃ জানতে চাই
প্রশ্নঃ
আসসালামু আলাইকুম। আমি একজন ব্যবসায়ী। আমি গার্মেন্টস পণ্য উৎপাদন, বাজারজাত ও রপ্তানি করে থাকি। শরীয়তের আলোকে বিস্তারিত জানতে চাই গার্মেন্টস পণ্য উৎপাদন কারী, বাজারজাতকারী ও রপ্তানি কারক হিসেবে লেডিস টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, টাইস, লেগিংস ইত্যাদি উৎপাদন করতে পারবো কিনা?
আর একটি বিষয়ঃ গার্মেন্টস কারখানায় সাধারণত মহিলা বা মেয়ে কর্মীর আধিক্য বেশি, আমি ব্যক্তিগত ভাবে চাইলেও সব পুরুষ কর্মী দিয়ে কাজ করাতে পারবো না। প্রথমতঃ যথেষ্ট পুরুষ কর্মীর অভাব, দ্বিতিয়তঃ সরকার বা অনুমোদিত প্রতিষ্ঠানের এবং ক্রেতার বাধ্য বাধকতা।
এই পরিস্থিতিতে শরীয়তের আলোকে কিভাবে গার্মেন্টস শিল্পকে পরিচালিত করতে পারি?
উল্লেখিত বিষয় সমূহ শরীয়তের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব।
যাযাকাল্লাহু খাইরান।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১
নারীদের জন্য পরিধান করা নাজায়েজ এমন পোশাক তৈরী করা মাকরূহ। তবে এর দ্বারা উপার্জিত অর্থ হারাম হবে না। সেই হিসেবে পোশাক বিক্রির টাকা হালাল হবে।
أو خياطا أمره يتخذ له ثوبا على زى الفساق يكره له أن يفعل (رد المحتار-9\562، مجمع الأنهر-4\188، تبيين الحقائق-7\65)
فإذا ثبت كراهة لبسها للتختم ثبت كراهة بيعها وصيغها لما فيه من الاعانة على مالا يجوز كل ما أدى إلى مالا يجوز لا يجوز (الدر المختار مع رد المحتار-9/518(
وَإِنْ كَانَ إسْكَافًا أَمَرَهُ إنْسَانٌ أَنْ يَتَّخِذَ لَهُ خُفًّا عَلَى زِيِّ الْمَجُوسِ أَوْ الْفَسَقَةِ أَوْ خَيَّاطًا أَمَرَهُ أَنْ يَتَّخِذَ لَهُ ثَوْبًا عَلَى زِيِّ الْفُسَّاقِ يُكْرَهُ لَهُ أَنْ يَفْعَلَ لِأَنَّهُ سَبَبُ التَّشَبُّهِ بِالْمَجُوسِ وَالْفَسَقَةِ)رد المحتار-9/562(
২
নারী কর্মী রাখাতে সমস্যা নেই। কিন্তু নারী ও পুরুষ ডিপার্টমেন্ট আলাদা রাখতে হবে। নারী কর্মীদের পর্দার সাথে আসতে উৎসাহ প্রদান করতে হবে।
ولها ان تقوم بالتدريس والبيع والشراء والصناعة من نسيج وصيغ وغزل وخياطة ونحو ذلك إذا لم يفض إلى مالا يجوز شرعا من خلوتها بأجنبى، أو اختلاطها برجال غير محارم اختلاطا تحدث منه فتنة أو يؤدى إلى فوات ما يجب عليها نحو اسرتها دون أن تقيم مقامها من يقوم بالواجب عنها ودون رضاهم (فقه النوازل-3/359
সুতরাং হারাম পোশাক প্রস্তুত বন্ধ করা এবং নারীদের আলাদা কাজ করার পদ্ধতির মাধ্যমে গার্মেন্টস ব্যবসা করতে পারেন।
আল্লাহ তাআলা সহজ করে দিন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীন বাজার, সালেহপুর ঢাকা।
ইমেইল– [email protected]