প্রশ্ন:
From: নাজিয়া
Subject: কুরআন তেলাওয়াত শোনার আদব-কায়দা
Country : Singapore
Mobile :
Message Body:
আসসালামু আলাইকুম।
দৈনন্দিন কাজের সময়, যেমন- পড়ালেখার সময়, ঘরের কাজ করার সময় আমরা কি পবিত্র কুরআন তেলাওয়াত শুনতে পারি?
ধন্যবাদ।
জবাব:
بسم الله الرحمن الرحيم
এমনটি করা কুরআনের আদবের খিলাফ। তাই এভাবে কুরআন শুনা উচিত নয়। কারণ কাজে ব্যস্ত থাকার সময় কুরআন শোনার প্রতি মনযোগ থাকবে না, একাগ্রভাবেও তা শোনা হবে না, তাই না শোনাই উত্তম হবে। যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তা শ্রবণ করা আবশ্যক। {ফাতওয়ায়ে শামী-১/৫১০}
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে-
{ وَإِذَا قُرِىءَ الْقُرْآنُ فَاسْتَمِعُواْ لَهُ وَأَنصِتُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ } [الأعراف:204
যখন কুরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা তা শোন এবং চুপ থাক, যেন তোমাদের উপর করূনা করা হয়। {সূরা আরাফ-২০৪}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।