প্রশ্ন:
From: Mohammad Fourkan Hamid
Subject: বিবিধ
Country : Bangladesh
Mobile :
Message Body:
অনেক সময় আমদের হাত থেকে কলম,বই ইত্যাদি পড়ালেখার জিনিস হাত থেকে পড়ে গেলে আমরা তা উঠিয়ে চুমু খাই। এটা শরীয়তে জায়েয কি না? ইসলামিক কোন বই এর ক্ষেত্রে এটা করা যাবে কিনা? আবার দেখা গেছে যে,কোন মানুষের গায়ে পা লাগলে আমরা চুমু খাই। এটা জায়েয কি না?
জবাব:
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআন ও ইসলামী বই-পুস্তকের ক্ষেত্রে চুমু খাওয়া জায়েজ আছে তা উঠিয়ে মুখের কাছে এনে। ঝুঁকে চুমু খাওয়া জায়েজ নয়। কারণ এতে সেজদার অবস্থা চলে আসে। আর সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে করা জায়েজ নয়।
এছাড়া মুরব্বীদের গায়ে পা লাগলে চুমু খাওয়াটি মূলত সম্মান দেখাতে করা হয়ে থাকে। এটা করাতেও কোন সমস্যা নাই। তবে এক্ষেত্রে ঝুঁকা হারাম।
এই সকল চুমু খাওয়ার বিষয়টিকে জরুরী মনে করা বা শরয়ী বিধান মনে করা বিদআত। এমনিতে করতে কোন সমস্যা নাই।
فى رد المحتار-رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَأْخُذُ الْمُصْحَفَ كُلَّ غَدَاةٍ وَيُقَبِّلُهُ وَيَقُولُ : عَهْدُ رَبِّي وَمَنْشُورُ رَبِّي عَزَّ وَجَلَّ وَكَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يُقَبِّلُ الْمُصْحَفَ وَيَمْسَحُهُ عَلَى وَجْهِهِ (رد المحتار-كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَةِ، بَابُ الِاسْتِبْرَاءِ وَغَيْرِهِ
হযরত ওমর রাঃ এ ব্যাপারে বর্ণিত। তিনি কুরআনে কারীম প্রতিদিন সকালে নিয়ে চুমু খেতেন। আর বলতেন-এটা আমার রবের নির্দেশনা, এবং আল্লাহর প্রেরিত। এমনিভাবে হযরত উসমান রাঃ ও কুরআনে কারীমকে চুমু খেতেন এবং চোখে বুলাতেন। {রাদ্দুল মুহতার-৫/২৪৬, তাহতাবী আলা মারাকিল ফালাহ-২৫৯, ফাতওয়ায়ে মাহমুদিয়া-৭/১৪৭}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।