প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কি হারাম?

বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কি হারাম?

প্রশ্ন

From: মোঃ ইদ্রিস হোসাইন
বিষয়ঃ বিদেশ হতে টাকা পাঠানো প্রসংগে

প্রশ্নঃ
আসসালামুআলাইকুম, প্রিয় শায়েখ, আমি একজন প্রবাসী, আমরা রেমিটেন্স এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকি। কিছু লোক আছেন যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন।

আমার প্রশ্ন হল হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠানো জায়েজ হবে কিনা?

ওলামায়ে কেরাম এর ফতোয়া অনুযায়ী আমাদের সরকার যেহেতু ইসলামী সরকার নয়, তাহলে অমুসলিম সরকারকে অসহযোগীতা করলে তা ঠিক হবে কিনা ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ আছে।

তবে যেহেতু তা রাষ্ট্রীয় আইনের বিপরীত। তাই এ থেকে বিরত থাকা উচিত। কেননা, রাষ্ট্রের যে আইনগুলো সরাসরি কুরআন ও হাদীসের আইনের বিপরীত নয়, সেসব আইন মানা মানা উচিত।

সেই হিসেবে হুন্ডি বিরোধী রাষ্ট্রীয় আইন মানা উচিত। যেহেতু এতে সরাসরি কোন শরয়ী নিষেধাজ্ঞা নেই।

রাষ্ট্রীয় আইন লঙ্ঘণ করে অহেতুক নিজেকে বিপদে ফেলা উচিত নয়।

إن معظم الأوراق المالية التى يتعامل بها الناس اليوم حكم التعامل بها حكم الحوالة، (تكملة فتح الملهم-1/514)

وَكَرِهْت السَّفْتَجَةُ) بِضَمِّ السِّينِ وَتُفْتَحُ وَفَتْحِ التَّاءِ، وَهِيَ إقْرَاضٌ لِسُقُوطِ خَطَرِ الطَّرِيقِ،

وفى رد المحتاروَصُورَتُهَا أَنْ يَدْفَعَ إلَى تَاجِرٍ مَالًا قَرْضًا لِيَدْفَعَهُ إلَى صَدِيقِهِ، وَإِنَّمَا يَدْفَعُهُ قَرْضًا لَا أَمَانَةً لِيَسْتَفِيدَ بِهِ سُقُوطَ خَطَرِ الطَّرِيقِ (الدر المختار مع الشامى، كتاب الحوالة، مطلب فى المسفتجة وهى البوليصة-8/17)

لان طاعة الإمام فيما ليس بمعصية فرض، (الدر المختار مع الشامى-6/416)

وفى الشامية: طاعة الإمام فيما ليس بمعصة واجبة، (رد المحتار-3/53)

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ [٢:١٩٥

আর ব্যয় কর আল্লাহর পথে,তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। [সূরা বাকারা-১৯৫]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *