প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / “ঐ কাজ করলে বিনা তালাকে তালাক” বলার দ্বারা কি তালাক হয়?

“ঐ কাজ করলে বিনা তালাকে তালাক” বলার দ্বারা কি তালাক হয়?

প্রশ্ন

আমার প্রশ্ন কেউ যদি বলে, “আজ থেকে এই কাজ করলে বিনা তালাকে তালাক” তাহলে কি তালাক হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ঐ কাজটি করলে তালাক পতিত হয়ে যাবে।

না করলে হবে না।

وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط (الفتاوى الهندية-1\420، جديد-1\488، هداية-2\385)

وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت (الدر المختار مع رد المحتار، كتاب الطلاق، باب التعليق-4\609)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …