প্রশ্ন:
দুজন অবিবাহিত মুহরিম নয় নর-নারীর মোবাইলে কথা বলা জায়েজ কি?
পারিবারিক ভাবে বিয়ে ঠিক হলে কি বিয়ের আগে মোবাইলে কথা বলা জায়েজ?
জবাব:
بسم الله الرحمن الرحيم
গায়রে মাহরাম তথা যাদের সাথে দেখা করা জায়েজ নয় চাই বিবাহিত চাই অবিবাহিত হোক সর্ববস্থায় তাদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা আগ্রহ উদ্দীপক ভঙ্গিমা ছাড়া বলা জায়েজ। অপ্রয়োজনীয় কথা বলা জায়েজ নয়। আর বিয়ে ঠিক হয়ে গেলেও যেহেতো মেয়েটি এখনো ছেলেটির মাহরাম হয়নি তাই তার সাথেও প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলা জায়েজ নয়। তবে যদি অশীতিপর বৃদ্ধা মহিলা হয় বা এমন মেয়ে হয় যে এখনো বালেগ হবার নিকটবর্তী হয়নি তাহলে তার সাথে কথা বলা জায়েজ। দলিল:
قوله تعالى- يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (سورة الاحزاب-32
অনুবাদ-হে নবীর স্ত্রীগণ( ও মুসলিম নারীগণ) তোমরা অন্য মহিলাদের মত নয়(ইহুদী, খৃষ্টান), যদি তোমরা আল্লাহকে ভয় পাও তবে তোমরা নম্র স্বরে কথা বলনা (পর পুরুষের সাথে), তাহলে যাদের মাঝে পৌরষত্ব আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে, তবে সঠিক কথা সঠিকভাবে বল।(সূরা আহযাব-৩২)
وفى تفسير ابن كثير-والمنزلة، ثم قال: { فَلا تَخْضَعْنَ بِالْقَوْلِ } .قال السُّدِّي وغيره: يعني بذلك: ترقيق الكلام إذا خاطبن الرجال؛ ولهذا قال: { فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ } أي: دَغَل، { وَقُلْنَ قَوْلا مَعْرُوفًا } : قال ابن زيد: قولا حسنًا جميلا معروفًا في الخير(تفسير ابن كثير- تفسير ابن كثير – (6 / 409).
ومعنى هذا: أنها تخاطب الأجانب بكلام ليس فيه ترخيم، أي: لا تخاطب المرأة الأجانب كما تخاطب زوجها.
فى در المختار-ولا يكلم الأجنبية إلا عجوزا (رد المحتار-كتاب الحظر والإباحة،فصل في النظر والمس 9/530
وفى رد المحتار- ويجوز الكلام المباح مع امرأة اجنبية ( رد المحتار-9/530
প্রামান্য গ্রন্থাবলী
১. সূরা আহযাব-৩২
২. ফাতওয়ায়ে শামী-৯/৫৩০
৩. তাফসীরে ইবনে কাসীর-৬/৪০৯
৩. ফাতওয়ায়ে রহীমিয়া-১০/১২৬
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।