প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / ঈদের নামায একজন এবং খুতবা আরেকজন পড়লে হবে কি?

ঈদের নামায একজন এবং খুতবা আরেকজন পড়লে হবে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

মুহতারাম মুফতি সাহেব দাঃ বাঃ,আমি মাহদী মৌলভীবাজার থেকে।

ঈদের নামাযের ইমামতি একজন আর খুতবা অন্যজন পড়ার হুকুম কি?

দয়া করে দলীলসহ জানালে উপকৃত হব।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জায়েজ আছে। নামায হয়ে যাবে। সমস্যা নেই।[আপ কি মাসায়েল আওর উনকা হল-৪/১৫৮]

وقد علم من تفاريعهم، أنه لا يشترط فى الإمام أن يكون هو الخطيب (رد المحتار، باب الجمعة-2/147، البحر الرائق، كتاب الصلاة، باب الجمعة-2/508)

وفى القنية: واتحاد الخطيب والإمام ليس بشرط على المختار، وفى الذخيرة: لو خطب صبى عاقل وصلى بالغ جاز (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب صلاة الجمعة-508)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *