প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / গাল ও গলায় গজানো চুল কি দাড়ির অন্তর্ভূক্ত?

গাল ও গলায় গজানো চুল কি দাড়ির অন্তর্ভূক্ত?

প্রশ্ন

From: মাহবুব
বিষয়ঃ দাড়ি

প্রশ্নঃ
গালের উপরে ও গলার দিকের দাড়ি কাটার ব্যাপারে ইসলাম কি বলে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

গালের উপরের এবং গলার দিকে তথা থুতনির হাড্ডির নিচে গলায় গজানো চুল দাড়ীর অন্তর্ভূক্ত নয়। তাই তা কাটা বা মুণ্ডানোতে কোন সমস্যা নেই।

ولا يلحق شعر حلقه، وعن أبى يوسف لا بأس بذلك، ولا بأس بأخذ الحاجبين، وشعر وجهه مالم يتشبه بالمخنث، كذا فى الينابيع (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب التاسع-5/358، جديد-5/414، رد المحتار-9/583)

لا يحلق شعر حلقه ولا بأس بأن يأخذ شعر الحاجبين وشعر وجهه ما لم يتشبه بالمخنثين (حاشية الطحطاوى على مراقى الفلاح-526)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *