প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ইতিকাফে কাউকে নায়েব বানানো যাবে?

ইতিকাফে কাউকে নায়েব বানানো যাবে?

প্রশ্ন

ইতিকাফে কাউকে নায়েব বানানো যাবে?

আমাদের মসজিদে এক ব্যক্তি ইতিকাফে বসেছে। কিন্তু হঠাৎ করে সে খুবই অসুস্থ্য হয়ে পড়েছে। এখন তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিংবা সে বাড়িতে চলে যেতে চাচ্ছে। এখন প্রশ্ন হল, ইতিকাফের দু’দিন অতিবাহিত হবার পর তার স্থলে নায়েব হিসেবে আরেকজনকে বসালে কি সুন্নত ইতিকাফ আদায় হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

শারিরীক ইবাদতের প্রতিনিধি নিযুক্ত করা যায় না। যেহেতু ইতিকাফ একটি বদনী তথা শারিরীক ইবাদত। তাই এর কোন নায়েব নিযুক্ত করা যায় না।

সুতরাং উক্ত ব্যক্তি চলে অন্য কেউ বসলে সুন্নত ইতিকাফ আদায় হবে না।

সুন্নত ইতিকাফের জন্য বিশ রমজানের সূর্য অস্ত যাবার আগে ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করে চাঁদ উঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা শর্ত।

অন্য কেউ এখন বসলে নফল ইতিকাফ হবে।

ولا تجوز فى البدنة المحضة كالصلاة والصوم والاعتكاف الخ (مجمع الأنهر، كتاب الحج عن الغير، قديم-1\308، بيروت-1\455)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia201[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *