প্রশ্ন
আসসালামু আলাইকুম,
আমি একজন হতভাগ্য স্বামী, গত প্রায় এক বছর আগের ঘটনা, একদিন হুজুরের কাছে শুনি তোকে ছেড়ে দিলাম, তালাক দিলাম এগুলো বললে বিবি তালাক হয়। এর পরের দিনে অফিসে টয়লেটে যাওয়ার পর মনে পড়ল আমি কি বিবির সাথে ঝগড়া করার সময় এগুলো বলেছিলাম। ঝগড়ার কথা চিন্তা করে ও বিবির কথা চিন্তা করে মুখ দিয়ে বললাম – যা তোকে ছেড়ে দিলাম । এই জন্য যে, এই বাক্যটি আমি বলেছিলাম কিনা। বিবিকে ছেড়ে দেওয়ার জন্য না। হটাত মনে পড়ল আমি কি করলাম মুখ দিয়ে বললাম। তখন থেকে বার বার বিষয়টি মনে করে ভাবতে থাকি কততুকু জোরে বলেছিলাম শব্দগুলো এবং মনের অজান্তে এই একই বাক্যটি মুখ দিয়ে কয়েক বার বের হয়ে আসে। যতটুকু মনে পড়ে বিবিকে উদ্দেশ্য না করে বলা হয়।(অফিসের টয়লেটে কতটুকু জোরে বলেছিলাম তা যাচাই করতে, তখন মনের অবস্থা স্বাভাবিক ছিল না)
বাস্তব বিষয় হল বিবির সাথে ঝগড়ার সময় এসব বাক্য আমি অতীতে কখনো বলেনি। আমার তালাকের কোন নিয়ত ছিল না।
তারপর ইফতা মুফতির কাছে যাই, তিনি বললেন বিবিকে উদ্দেশ্য করে না বললে কোন সমস্যা নেই। এগুলো নিয়ে চিন্তা করতে না বলছে।
অতঃপর আপনাদের সাইটে আমি বিগত রমজানে প্রশ্ন পাঠাই কিন্তু কোন উত্তর আসে না।
অতঃপর islamiqa.
Assalamu alaikum, > > > > Five months ago, one day i heard a meassage from a mufti that is – if one say to his wife i divorce you / you are divorce then his wife talaq. Dear i am not good at English language please try and understand my question kindly. > > > > after one day, when i go to toilet then i remember this sentence and think and ask this question to my mind – in past time when i quarrel with my wife then i use this sentence ? it is my question to my mind and answer is no. i do not said this sentence in past time. > > > > when i think this then i utter this sentence i divorce you . in this time i remember my wife and quarrel. But i have no intention for talak. only remember and recapture past. after this i am afraid and think what was the condition of the sound of this sentence. > > > > AFTER few months i am upset and tension and sometimes i am trying to know what was the condition of the sound of this sentence and unfortunetly i am utter this sentence again and again. > But in this time I said this sentence without addressing. Only think sound condition. > > I am afraid and afraid. i do not understand what can i do. i am trying dua, and recite sura and more but all is failure. > > Please help me.
উত্তরঃ
Wa ‘alaykum as-salam All that is waswas and you must ignore it and pay no attention to it. No divorce took place.
Supervisor
14-08-2020 23:56
এরপর এক দিন রাস্তা দিয়ে হাটার সময় বিড়বিড় করে মনের অজান্তে মুখে উচ্চারন হয় –
আহা! আগে মাঝে মাঝে বিবিকে বলতাম – যা তোকে ছেড়ে দিলাম। আমার মনে নেই কতটুকু শব্দ করে এগুলো বলেছিলাম।
দিন দিন আমার অবস্থা আরও খারাপ হতে থাকে। আমি নিয়মিত নামাজে কান্না কাটি করি। এক দিন আমি ঘুমানোর আগে ২ রাকাত নামাজ পরে আল্লাহর কাছে বলি – আল্লাহ এ ভাবে চলতে থাকলে আমি একদিন হারিয়ে যাব, আমাকে আমার অবস্থার ইঙ্গিত দান করুন যেন আমার সন্দেহ দূর করতে পারি। দোয়া দরুত পরে রাতে প্রায় একটার পর ঘুমিয়ে পড়ি চারটার পর ঘুম ভেঙ্গে যায়। ঘুমের মধ্যে দেখি আমার সাথে এক মুফতির দেখা তার সাথে আমার কথোপকথন –
আমিঃ আসসালামু আলাইকুম হুজুর
হুজুরঃ ওয়ালাই কুমুস সালাম।
আমি/হুজুরঃ কেমন আছেন।আলহামদু লিল্লাহ।
হুজুরঃ আপনার কি অবস্থা, এখন ও কি ওগুলো মনে পড়ে
আমিঃ হাঁ হুজুর এখনও মনে পড়ে।
হুজুরঃ তা হলে ধরে নিলাম এক বারের জন্য কাটা গেছে।দেখা যাক কি হয়।
এর পর ঘুম ভেঙ্গে যাই। যতদূর মনে পড়ে তখন রাত সাড়ে চারটা বাজে।
আমি যখন ঘুম ভাঙ্গে তখন ডান কাধে কিবলার দিকে মুখ ছিল।
সপ্নটি দেখার পর আমার ভালো লাগলো। আমার মনে হল টয়লেটের ঘটনায় হয়তো ১ বারের জন্য সমস্যা হতে পারে।
এরপর অনেক দিনই ভালো ছিলাম।
হটাত একদিন বিবিকে ১ গ্লাস পানি দেওয়ার সময় বললাম নেও। যখন নেও বললাম তখন তালাকের চিন্তা আসলো। বাস্তবিক আমার কোন নিয়ত ছিল না।
এক দিন মসজিদে, বসে ছিলাম হটাত উদ্দেশ্য বিহিনভাবে বিড়বিড় করে মুখ দিয়ে বের হল তালা হয়ে গেছে।
এই ভাবে আমার দিন চলতে থাকে। অনেক চেস্টা ও দোয়া কালাম পরেও কোন সুফল পাইনা। খুব মানসিক অশান্তির মধ্যে আছি। কাউকে কিছু বলিনা। পরিশেষে আপনার কাছে মেইল করলাম কি করব পরামর্শের আশায়।
মনের সন্দেহ দূর করার জন্য নিচের উত্তর দিলে উপকৃত হব –
১. মাসালা জানার জন্য ও প্রশ্ন বুঝানোর জন্য islamiqa.i
২. বিভিন্ন ওয়েব সাইটে ও মুফতিদের কাছে মাসালার জন্য এই শব্দগুলো বারবার বলা বা লেখা হয়েছে এতে কি কোন সমস্যা হয়েছে।
৩. সর্বশেষে আপনার দোয়া ও আমার করনিয় সম্পর্কে বলুন।
আল্লাহ্ হাফিজ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার উপরোক্ত বিবরণের কোন কিছুর দ্বারাই কোন তালাক পতিত হয়নি। অহেতুক পেরেশানী করে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না।
يشترط بالاتفاق القصد فى الطلاق، وهو إرادة التلفظ به ولو لم ينو فلا يقع طلاق فقيه يكره ولا طلاق حاك عن نفسه أو غيره لأنه لام يقصد معناه، بل قصد التعليم والحكاية، (الفقه الاسلام وادلته، كتاب الطلاق، باب شروط الطلاق-7/368)
لو كرر مسائل الطلاق بحضرة زوجته ويقول: أنت طالق ولا ينوى طلاقا لا تطلق، (فتح القدير، كتاب الطلاق، باب ايقاع الطلاق-4/4)
আপনার ওয়াসওয়াসার রোগ দূর করতে হবে। যা করবেনঃ
১ বেশি বেশি সূরা ফালাক পড়বেন। আল্লাহর কাছে দুআ করবেন।
২ তালাক সংক্রান্ত কোন মাসআলা পড়বেন না। কাউকে জিজ্ঞাসা করতেও যাবেন না। কারো সাথে এ সংক্রান্ত আলাপ ও আলোচনাও করবেন না। মনের মাঝে এ বিষয়ক কোন কিছু আসতে দিবেন না। আসলেই অন্য বিষয় নিয়ে মগ্ন হয়ে যাবেন।
৩ ওয়াওয়াসা শুরু হলেই প্রসঙ্গ পরিবর্তন করে ফেলবেন। স্ত্রীর সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে খোশগল্পে মেতে উঠার চেষ্টা করবেন।
৪ একা একা কম থাকবেন। চেষ্টা করবেন কমপক্ষে আট ঘন্টা ঘুমের।
৫ বেশি সমস্যা মনে হলে মানসিক ডাক্তারের শরনাপন্ন হন।
আল্লাহ তাআলা আপনাকে সুস্থ্যতার নিয়ামত দান করুন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমু
ইমেইল– ahlehaqmedia201