প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / শর্তযুক্ত তালাক থেকে বাঁচার উপায় কি?

শর্তযুক্ত তালাক থেকে বাঁচার উপায় কি?

প্রশ্ন

এক ব্যক্তি ঝগড়ার কারণে তার স্ত্রীকে বলেছে যে, যদি তুমি তোমার বাবার বাড়িতে যাও তাহলে তিন তালাক।

তারপর কিছুদিন পর তাদের মাঝে সেই ঝগড়া মিটে যায়। এখন স্ত্রীকে যাবার অধিকার দিচ্ছে।

প্রশ্ন হল, এখন যদি উক্ত স্ত্রী তার বাবার বাড়িতে যায়, তাহলে কি স্ত্রী তিন তালাক হয়ে যাবে?

এ থেকে পরিত্রাণের উপায় কি? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

তালাককে শর্তযুক্ত করার পর তা থেকে রুজু করা যায় না। তাই উক্ত স্ত্রী যদি অনুমতি পাবার পরও বাবার বাড়ি যায়, তাহলেও তিন তালাক পতিত হয়ে যাবে।

এক্ষেত্রে বাঁচার উপায় হল, উক্ত স্ত্রীকে এক তালাক দিয়ে দিবে।

তালাকপ্রাপ্তা হবার পর তিন হায়েজ পরিমাণ ইদ্দত পালন করবে।

ইদ্দত শেষে তাকে আবার নতুন মোহর ধার্য করে, দুইজন সাক্ষীর সামনে আবার বিয়ে করে নিবে। এরপর বাবার বাড়িতে গেলেও আর কোন তালাক পতিত হবে না। তবে স্বামী পরবর্তীর জন্য আর দুই তালাকের মালিক থাকবে।

فإن وجد الشرط فى الملك طلقت وانحلت لأنه وجد الشرط فى الملك والمحل قابل للجزاء… (وإلا لا وانحلت) أى وإن لم يوجد الشرط فى غير الملك (تبيين الحقائق، كتاب الطلاق، باب التعليق، امدادية ملتان-2/235، زكاريا ديوبند-3/118)

وتنحل اليمين بعد وجود الشرط مطلقا لكن إن وجد فى الملك طلقت وعتق وإلا لا، فحيلة من علق الثلاث بدخول الدار أن يطلقها واحدة ثم بعد العدة تدخلها فتنحل اليمين فينكحها (الدر المختار، كتاب الطلاق، باب التعليق-4/609، مجمع الأنهر-2/62)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *