প্রশ্ন
আমার জিজ্ঞাসা হল, এক স্বামী মারাত্মক পর্যায়ের জালেম। অত্যাচার করে। স্ত্রী স্বামী থেকে তালাক চায়। কিন্তু সে তালাক দেয় না। খোলা করতে চায়। তাও করতে রাজি হয় না। এখন স্ত্রী যদি খোলা তালাক হিসেবে মোহর মাফ করে নিজের উপর তালাক পতিত করে নেয়, তাহলে তালাক হয়ে যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
উক্ত স্ত্রীর উচিত তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করা। আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে বাধ্য করানো।
যদি এটা সম্ভব না হয়, তাহলে গ্রহণযোগ্য উলামা সমন্বিত পঞ্চায়েতের মাধ্যমে উক্ত সমস্যার সমাধানের চেষ্টা করা।
যেহেতু বিয়ের অধিকার পরিপূর্ণভাবে স্ত্রীর উপর ছিল। অর্থাৎ মেয়ের অমতে বিয়ে সম্পন্ন হয় না।
এ কারণে তালাকের অধিকার পরিপূর্ণভাবে স্বামীকে দেয়া হয়েছে ভারসাম্যতার জন্য।
কিন্তু স্বামী যদি স্ত্রীকে নিজের উপর তালাক পতিত করার অধিকার দিয়ে থাকে, তাহলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারে। অধিকার ছাড়া নিজের উপর তালাক পতিত করতে পারে না।
সুতরাং খোলা তালাকও স্বামীর অনুমতি ছাড়া সম্পন্ন হবে না।
وأما ركنه فهو كما فى البدائع: إذا كان بعوض الإيجاب والقبول، لأنه عقد على الطلاق بعوض، فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول (رد المحتار-3/441، دار الفكر)
وقد اعتبر الحنفية ركن الخلع هو الإيجاب والقبول، لأنه عقد الطلاق بعوض، فلا تقع الفرقة ولا يستحق العوض بدون القبول (الفقه الاسلامى وادلته-9/7015، دار الفكر)
الخلع جائز عند السلطان وغيره، لأنه عقد يعتمد التراضى كسائر العقود، وهو بمنزلة الطلاق بعوض، وللزوج ولاية إيقاع الطلاق، ولها ولاية التزام العوض، فلا معنى لاشتراط حضرة السلطان فى هذا العقد (المبسوط للسرخسى-6/173، دار المعرفة
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– [email protected]