প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / পণ্যক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ কি জায়েজ?

পণ্যক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ কি জায়েজ?

প্রশ্ন

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমাদের দেশে অনেক কোম্পানী বা দোকান মালিকরা এভাবে অফার দেয় যে, উক্ত পণ্যটি ঐ শোরূম থেকে কিনলে এতো টাকা ক্যাশব্যাক দেয়া হবে।

আমার প্রশ্ন হল, এভাবে পণ্য ক্রয় করে ক্যাশব্যাক গ্রহণ কি জায়েজ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পণ্যের দাম কমিয়ে রাখা এটা বিক্রেতার ইচ্ছাধীন। তাই পণ্যক্রয় করার পর ক্যাশব্যাক প্রদান এটি বিক্রেতার পক্ষ থেকে পণ্যমূল্য কমিয়ে দেয়ার হুকুমে হবে। সেই হিসেবে ক্যাশব্যাক গ্রহণ করাতে কোন সমস্যা নেই।

ويجوز للبائع أن يزيد للمشترى فى المبيع، ويجوز أن يحط عن الثمن الخ (هداية، كتاب البيوع، باب المرابحة والتولية-3/75)

والحط منه، أى صح حط البائع بعض الثمن ولو بعد هلاك المبيع (مجمع الأنهر، كتاب البيوع، باب المرابحة والتولية، فصل فى بيان البيع قبل المبيع، قديم-3/81، جديد-3/115، الدر المختار-7/379)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *