প্রচ্ছদ / প্রশ্নোত্তর / পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি?

পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি?

প্রশ্ন

পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি? যদি হয় তাহলে মেয়ে বালেগা হওয়ার পর সে বিবাহ মেনে না নিলে উপায় কি? দয়া করে জানাবেন। ধন্যবাদ।

 

উত্তর

بسم الله الرحمن الرحيم

বিবাহটি মওকুফ তথা ঝুলন্ত থাকবে মেয়েটি বালেগা হওয়া পর্যন্ত। মেয়ে বালেগা হওয়ার পর যখন বিয়ের কথা জানতে পারবে, তখন যদি রাজি না থাকে, তাহলে মেয়েটি উক্ত বিয়ে ভেঙ্গে দিতে পারবে মুসলিম বিচারকের ফায়সালার মাধ্যমে। নিজে নিজে বিয়ে ভাঙ্গতে পারবে না। মুসলিম বিচারকের ফায়সালা লাগবেই।

আদালতে গিয়ে মুসলিম বিচারকের কাছে বিষয়টি পরিস্কারভাবে জানিয়ে মেয়ে বিবাহ ভেঙ্গে ফেলার আবেদন করবে। আর আদালত বিয়েটি ভেঙ্গে দিবে। তাহলেই বিয়ে ভেঙ্গে যাবে। অন্যথায় হবে না।

তবে যদি জানার পরও মেয়ে কোন কথা না বলে, বা স্বামীর সাথে ঘর-সংসার করে, তাহলে সে বিয়ে পূর্ণতা পেয়ে যাবে। এরপর আর মেয়ে উক্ত বিয়ে ভাঙ্গতে পারবে না।

فى رد المحتار-  لو فعل الأب أو الجد عند عدم الأب لا يكون للصغير والصغيرة حق الفسخ بعد البلوغ، وإن فعل غيرهما فلهما أن يفسخا بعد البلوغ. (رد المحتار، كتاب النكاح، باب الولى، مطلب مهم هل للعصمة تزويج الصغير امرأة غير كفء له؟-4/174)

وفىه ايضا- (وأهله أهل الشهادة) أي أدائها على المسلمين الخ

الضمير في أهله راجع إلى القضاء بمعنى من يصح منه أو بمعنى من يصح توليته كما في البحر. وحاصله: أن شروط الشهادة من الإسلام والعقل والبلوغ والحرية وعدم العمى والحد في قذف شروط لصحة توليته، ولصحة حكمه بعدها ومقتضاه أن تقليد الكافر لا يصح، (رد المحتار، كتاب القضاء

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *