প্রশ্ন
আসসালামু আলাইকুম ।
নামঃ হৃদয় ভুইয়া
১- প্রশ্নঃ
আমি একজন কে বলেছি, আমি তাকে বিয়ে করতে চাই । সে তিন বার কবুল বলেছে । কিন্তু কোন সাক্ষী ছিল না ।
এতে কি আমাদের বিয়ে হবে ? এতে যদি বিয়ে না হয়, তাহলে সে যদি তিন-চার জনের সামনে কবুল বললে, তাহলে ইসলামের দৃষ্টিতে বিয়ে হবে কি ?
আমি বিয়ের ইসলামিক বিধি-বিধান সম্পর্কে জানতে চাই ?
আমি এই সম্পর্কে চাই ?
হুজুর, একজন মুসলমান হিসাবে আপনার কাছে আমার দাবি এই যে, দয়া করে আমার প্রশ্নের উত্তর গুলো দিবেন !
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ সম্পন্ন হওয়ার জন্য শর্ত হল বিয়ের প্রস্তাব ও কবুলের সাথে সাথে দুই জন মুসলমান বুদ্ধি-বিবেক সম্পন্ন দুই জন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলা উপস্থিত থেকে বিয়ের প্রস্তাব ও কবুল বলতে শোনা আবশ্যক। এছাড়া ইসলামের দৃষ্টিতে বিয়ে সম্পন্ন হয় না।
তাই প্রথম সুরতে স্বাক্ষী না থাকায় বিয়ে সম্পন্ন হয়নি। যেহেতু উপস্থিত কোন সাক্ষি ছিল না।
আর যখন তিন চারজন পুরুষ বা একজন পুরুষ ও দুই জন মহিলার সামনে যদি পুরুষের প্রস্তাব ও মহিলার কবুল বলা হয়ে থাকে। তাহলে দ্বিতীয় সুরতে বিবাহ সম্পন্ন হয়েছে। নতুবা পুরুষের প্রস্তাব ছাড়া স্বাক্ষীর সামনে মহিলার কবুল বলা দ্বারা বিবাহ সম্পন্ন হয়নি।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9
অনুবাদ-বিবাহ সহীহ হওয়ার শর্ত হল শরীয়তের মুকাল্লাফ [যাদের উপর শরীয়তের বিধান আরোপিত হয়] এমন দুইজন আযাদ পুরুষ সাক্ষি বা একজন আযাদ পুরুষ ও দুইজন মহিলা সাক্ষি হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য স্বকর্ণে উপস্থিত থেকে শুনতে পায়। {আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ভালো লাগলো