প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / স্কুল মাঠে ঈদ জামাত করার হুকুম কী?

স্কুল মাঠে ঈদ জামাত করার হুকুম কী?

প্রশ্ন

হুজুর আমার নাম আবু বকর সিদ্দিক নীলফামারি থেকে।

আমার প্রশ্ন হল বর্তমান করোনার কারোনে ঈদগাহে ঈদের নামাজ নিষেধ করা হয়েছে এখন আমাদের মসজিদে ঈদের নামাজে মুসুল্লির যায়গা হয় না এ অবস্থায় স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করলে নামাজ হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

স্কুল মাঠে ঈদ জামাত করাতে কোন সমস্যা নেই। করা যাবে।

ويستخلف غيره ليصلى فى المصر بالضعفاء بناء على أن صلاة العيدين فى موضعين جائزة بالاتفاق (رد المحتار، كتاب الصلاة، باب العيدين-3\49)

تؤدى بمصر واحد بماضع كثيرة اتفاقا (الدر المختار مع رد المحتار-3\59)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

মোবাইল ঘড়ি বা ইলেক্ট্রনিক সামগ্রিতে নাপাক লাগলে কিভাবে পাক করবে?

প্রশ্ন আস সালামু আলাইকুম, যে সকল জিনিস পানি দ্বারা ধৌত করা যায় না, সে সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *