প্রচ্ছদ / প্রশ্নোত্তর / স্বামী ও স্ত্রীর সম্মিলিত সম্পদের উপর কি যাকাত আবশ্যক?

স্বামী ও স্ত্রীর সম্মিলিত সম্পদের উপর কি যাকাত আবশ্যক?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

দয়া করে জানাবেন,

১/  আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে।

আমার নগদ ১ লাখ টাকা আছে।

  1. i) তাহলে কি শুধু ১ লাখের যাকাত হবে?

নাকি,

  1. ii) ৫ ভরি বিক্রয়মূল্য পরিমান টাকা + ৫০,০০০ + ১ লাখ টাকা মিলিয়ে মোটের উপর যাকাত হবে?

নাকি,

iii) ৫০,০০০ + ১ লাখ মিলিয়ে যাকাত হবে?

২/ কোন একটি হোটেলে আমার শেয়ার আছে, যেটার মাসিক লভ্যাংশ আমি পাবো, সেটা কি যাকাতযোগ্য ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যাকাত প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আবশ্যক হয়। সেই হিসেবে যেহেতু আপনার স্ত্রীর কাছে নেসাব পরিমাণ সম্পদ স্বর্ণ ও টাকা আছে। তাই আপনার স্ত্রীর উপর স্বতন্ত্র যাকাত আবশ্যক।

আর আপনার কাছেও যেহেতু নেসাব পরিমাণ সম্পদ আছে, তাই আপনার উপর স্বতন্ত্রভাবে যাকাত আবশ্যক।

সেই হিসেবে, উপরোক্ত বিবরণ অনুপাতে আপনার স্ত্রী ৫ ভরি স্বর্ণমূল্য এবং নগদ ৫০ হাজার টাকার টাকার যাকাত প্রদান করবেন।

আর আপনার নগদ ১ লাখ টাকা এবং শেয়ার থেকে প্রাপ্ত যে লভ্যাংশ আপনার প্রাপ্তি হয়েছে, কেবল সেই টাকার যাকাত দিতে হবে। এখনো যা প্রাপ্ত হয়নি, তার যাকাত দিতে হবে না।

স্মর্তব্য যে, যাকাত হল, সম্পদের ৪০ ভাগের এক ভাগ প্রদান করা।

তবে একজনের অনুমোদনক্রমে অন্যজন যাকাত আদায় করে দিতে পারবে।

যেমন স্ত্রীর যাকাত তার অনুমতিক্রমে স্বামী আদায় করে দিল। বা স্বামীর যাকাত তার অনুমতিক্রমে স্ত্রী আদায় করে দিল।

الزكاة واجبة على حر مسلم عاقل بالغ إذا ملك نصابا ملكا تاما وحال عليه الحول (هداية، كتاب الزكاة-1\185)

ومنها الملك التام وهو مااجتمع فيه الملك واليد الخ (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول فى تفسير صفتها وشرائطها-1\172، جديد-1\233

من أدى زكاة مال غيره من مال نفسه بأمر من عليه الزكاة جاز (الفتاوى التاتارخانية، كتاب الزكاة، الفصل التاسع المسائل المتعلقة بمعطى-3\227، رقم-4199

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *