প্রচ্ছদ / প্রশ্নোত্তর / রোযা রেখে চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভেঙ্গে যায়?

রোযা রেখে চোখে ড্রপ ব্যবহার করলে রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমি মো  রিয়াজুল ইসলাম
যশোর থেকে৷
হযরতের কাছে আমি জানতে চাই যে,রোজা রেখে চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে কি না?
উল্লেখ্য চোখে ড্রপ দেওয়ার ১৪ ১৫ মিনিট পর গাল তিতে হয়ে যায়৷

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, এর দ্বারা রোযার কোন ক্ষতি হবে না। তবে সতর্ক থাকতে হবে যেন গলার ভিতরে অষুধ প্রবেশ না করে। এমনিতে চোখে অষুধ দেবার কারণে গলায় তিতা অনুভূত হবার দ্বারা রোযা বিনষ্ট বা মাকরূহ হবে না।

طعم الكحل أو الدهن (الى قوله) لا يفطر الخ (الفتاوى الهندية-1\199)

وأما إذا اكتحل أو أقطر بشيئ من الدواء فى عينه لا يفسد الصوم عندنا، وإن وجد طعم ذلك فى حلقه (الفتاوى التاتارخانية-3\379، رقم-4630)

ولو أقطر شيئا من الدواء فى عينه لا يفطر صومه عندنا، وإن وجد طعمه فى حلقه،( الفتاوى الهندية-1\203)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী-তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

মোবাইল ঘড়ি বা ইলেক্ট্রনিক সামগ্রিতে নাপাক লাগলে কিভাবে পাক করবে?

প্রশ্ন আস সালামু আলাইকুম, যে সকল জিনিস পানি দ্বারা ধৌত করা যায় না, সে সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *