প্রশ্ন
আসালামু আলাইকুম।
গাজিপুর থেকে আঃ ছাত্তার,
এই ঘটনার কোন দলিল আছে?
‘কুকুরের অসাধারণ উত্তর, – এক ব্যাক্তি কুকুরকে বলল যে, তুইতো অনেক অপদার্থ। তোর মধ্যে ৩ টি খারাপ অভ্যাস আছে। – ১. তুই দেওয়ালে পেশাব করিস। ২. তুই ভিক্ষুকের কাছে গিয়েও ঘেউ ঘেউ করিস। ৩. তুই রাতে ঘেউ ঘেউ করিস যখন মানুষ ঘুমিয়ে থাকে।
কুকুর উত্তর দিল,১ জমিনে এজন্য পেশাব করি না, আল্লাহর বান্দা যদি এখানে সেজদা করে, তবে তার সেজদা হবে না। ২. ভিক্ষুকের কাছে এ জন্য ঘেউ ঘেউ করি, যাতে সে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চায়। ৩. রাতে ঘেউ ঘেউ করে এ কথা বলি, – হে গাফেল..! অলসতায় পতিত হে নিদ্রামগ্ন মানুষ উঠ! আল্লাহর কাছে মাথা অবনত কর। জীবনের
গোনাহের জন্য ক্ষমা চাও। আজ আমল করার সময় আছে, হিসাব নেয়ার কেউ নেই। কাল আমল করার সময় নাই, কিন্ত হিসাব নেয়ার আল্লাহ আছে।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এমন কোন ঘটনার ভিত্তি আমরা পাইনি। তাই এটিকে গ্রহণযোগ্য মনে করা যাবে না।
বাকি কথাগুলো সুন্দর এবং বাস্তবসম্মত। তাই ঘটনার বাস্তবতা পাওয়া না গেলেও কথাগুলো থেকে আমাদের জন্য শিক্ষনীয় বিষয় রয়েছে।
যাদের মেহনত করার সামর্থ রয়েছে। তাদের উচিত ভিক্ষা না করে মেহনত করে উপার্জন করা। এটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা। ভিক্ষাবৃত্তি নয়, মেহনত করে রব্বে কারীমের কাছ থেকে রিজিকের তালাশ করা।
সত্যিই আমরা গাফেল হয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের রাতের নিস্তবতায় রব্বে কারীমের দরবারে সেজদায় অবনত হবার, বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী –তা’লীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।