প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / অজ্ঞান থাকা অবস্থার নামাযের হুকুম কী?

অজ্ঞান থাকা অবস্থার নামাযের হুকুম কী?

প্রশ্ন:

মুহতারাম , আমার দাদার হার্টের সমস্যার কারণে তাঁর অপারেশন করা হয়। যার ফলে ২ দিন পর তার জ্ঞান ফিরে। জানার বিষয় হলো উক্ত অবস্থার নামাজগুলোর তাঁর জন্য কাযা করা আবশ্যক কিনা?

নিবেদক:
শরীফ মাহমুদ ,
কুমিল্লা

উত্তর :

بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত অবস্থার নামাজগুলোর কাযা আবশ্যক নয় ।

أخرج الإمام عبد الرزاق في مصننفه 2/ 479 ، رقم الحديث 4153 ، بسنده المتصل عن نافع قال : أغمى على ابن عمر يوما و ليلة فلم يقض ما فاته ، انتهى ،

جاء في الأصل: 1 / 190 قلت : أرأيت رجلا مريضا أغمى عليه يوما و ليلة ثم أفاق ؟ قال عليه أن يقضى ما فاته من الصلاة ، قلت : فإن أغمى عليه أيام ؟ قال: لا يقضى شيئا مما ترك ، قلت : من أين اختلفا ؟ قال للأثر الذي جاء عن ابن عمر ، انتهى

وكذا في مختصر القدوري ” ص 109 ” وفي البحر الرائق 2/ 207 ، و في الفتاوي الهندية : 1/ 137 ، وفي الفتح القدير 2/ 9 ، وفي إمداد الإحكام 2/ 280 ، و إمداد الفتاح ،

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. ইসমাঈল
শিক্ষার্থী : ইফতা বিভাগ- মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

‘আমিতো অনেক আগেই তাকে তালাক দিয়েছি’ বলার দ্বারা কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুফতি সাহেব, আমাদেরকে একটি বিষয় জানিয়ে বাধিত …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস