প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অযু করা পানি পাত্রে ছিটকে পড়লে উক্ত পানির হুকুম কী?

অযু করা পানি পাত্রে ছিটকে পড়লে উক্ত পানির হুকুম কী?

প্রশ্ন :

আমি সর্বদা মগে পানি নিয়ে ওজু করি । প্রায়ই ওজুর সময় মুখ ধোয়া পানি উক্ত পাত্রে ছিটকে পড়ে । আমার প্রশ্ন হলো , ওজুর ব্যবহৃত পানি পাত্রে পড়ার পর উক্ত পানি দিয়ে ওজু করা বৈধ হবে ?

নিবেদক :
মুহা আব্দুল্লাহ
ঢাকা

উত্তর :
بسم الله الرحمن الرحيم

ওজুর ব্যাহৃত পানি পবিত্র । সুতরাং ওজুর অব্যবহৃত পবিত্র পানির পরিমান যদি ওজুতে ব্যবহৃত পানির তুলনায় বেশি হয় , তাহলে সে পানি দিয়ে ওজু বৈধ হবে ।

جاء في الفتاوي السراجية: ص 34 (ط. الاتحاد ) كتاب الطهارة : الماء المستعمل في الوضوء في رواية محمد عن أبي حنيفة رحمهما الله تعالى : طاهر ، و عليه الفتوى ، انتهى

وجاء في الامداد الفتاح : ص: 36 ( الاتحاد ) كتاب الطهارة : فإن اختلط رطلان من الماء المستعمل ، برطل من المطلق، لايجوز به الوضوء ، و بعكسه جاء . انتهى

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

দুই রাকাত না পাওয়া মাসবূক ব্যক্তি কি ইমামের সাথে বৈঠকে তাশাহুদ পড়বে না?

প্রশ্ন হুজুর আপনি লিখেছেন মাসবুক শেষবৈঠক পেলেও  তাশাহুদ  পড়বে। কিন্তু  আমি  জানি  ২রাকাত  পূর্ণ  না …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস