প্রচ্ছদ / আজান ও ইকামত / অযু ছাড়া আজান দেবার হুকুম কী?

অযু ছাড়া আজান দেবার হুকুম কী?

প্রশ্ন :

মুহতারাম , আমাদের মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ভুলে ওজু ছাড়া আজান দিয়ে ফেলেছেন । আমার প্রশ্ন হলো , অজু ছাড়া আজানের বিধান কি ?

নিবেদক ;
মুহা, আবু জাফর
খুলনা

উত্তর :
بسم الله الرحمن الرحيم

ওজু ছাড়া আজান হয়ে যাবে। তবে উত্তম হলো ওজুসহ আজান দেয়া।

جاء في الجامع الصغير ص 84 ( ط . ادارة القران ) باب الأذان : مؤذن أذن على غير و ضوء و أقام  قال: لا يعيد ،

و جاء في المبسوط 1 / 275 ويجوز الاذان و الاقامة على غير و ضوء و يكره مع الجنابة حتى يعاد اذان  الجنب ولا يعاد اذان المحدث ،

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …