প্রচ্ছদ / আজান ও ইকামত / অযু ছাড়া আজান দেবার হুকুম কী?

অযু ছাড়া আজান দেবার হুকুম কী?

প্রশ্ন :

মুহতারাম , আমাদের মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ভুলে ওজু ছাড়া আজান দিয়ে ফেলেছেন । আমার প্রশ্ন হলো , অজু ছাড়া আজানের বিধান কি ?

নিবেদক ;
মুহা, আবু জাফর
খুলনা

উত্তর :
بسم الله الرحمن الرحيم

ওজু ছাড়া আজান হয়ে যাবে। তবে উত্তম হলো ওজুসহ আজান দেয়া।

جاء في الجامع الصغير ص 84 ( ط . ادارة القران ) باب الأذان : مؤذن أذن على غير و ضوء و أقام  قال: لا يعيد ،

و جاء في المبسوط 1 / 275 ويجوز الاذان و الاقامة على غير و ضوء و يكره مع الجنابة حتى يعاد اذان  الجنب ولا يعاد اذان المحدث ،

والله اعلم باصواب
উত্তর লিখনে
মুহা. মুহাম্মাদুল্লাহ
শিক্ষার্থী : মা’হাদুত তালীম ওয়াল বুহুসীল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …