প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / মুসাফিরের জন্য মুকীমের ইক্তিদা করলে কত রাকাত পড়তে হবে?

মুসাফিরের জন্য মুকীমের ইক্তিদা করলে কত রাকাত পড়তে হবে?

প্রশ্ন:

মুহতারাম আমি মুসাফির অবস্থায় স্থানীয় ইমামের পিছনে চার রাকাত বিশিষ্ট নামাজের ইকতেদা করলে কত রাকাত আদায় করবো ।

নিবেদক :
কামাল সাহেব
ফরিদপুর

উত্তর :

بسم الله الرحمن الرحيم

প্রশ্নোক্ত ক্ষেত্রে চার রাকাত আদায় করতে হবে ।

جاء في الأصل ، 1/ 256 ، أرأيت مسافرا دخل في صلاة مقيم كم يصلى ؟ قال : يصلى صلاة مقيم  قلت وكذلك لو أدركه بعد ما تشهد قبل أن يسلم ؟ قال نعم ، قلت : وكذلك لو أدركه في سجدتى السهو ؟ قال نعم ، انتهى

جاء في الهداية : 1/ 166 ، وإن إقتدى المسافر بالمقيم في الوقت أتم أربعا ، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

আজানের সময় বা খানা খাওয়া ও বাথরুমে গমণ এবং স্বাভাবিক অবস্থায় মাথায় কাপড় রাখার হুকুম কী?

প্রশ্ন আমার চারটি বিষয়ে জানার ছিলো : ________ ১, বাথরুমে অবস্থানকালীন সময়ে মাথায় কাপড় দেওয়ার …