প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / অযু ছাড়া জুমআর খুতবা দেয়ার হুকুম কী?

অযু ছাড়া জুমআর খুতবা দেয়ার হুকুম কী?

প্রশ্ন :

মুহতারাম আমি ভুলে অজু ছাড়া জুমার খুৎবা দেই। তার পর অজু করে এসে জুমার নামাজ পড়াই । জানার বিষয় হলো আমার খুৎবা আদায় হয়েছে কী ?
নিবেদক
আব্দুর রহমান
দোহার, ঢাকা

উত্তর :

بسم الله الرحمن الرحيم

আপনার খুৎবা আদায় হয়ে গিয়েছে । তবে এমনটি করা মাকরূহ ।

جاء في التاتار خانية : 2/ 569 (ط. زكريا ) ولو خطب  وهو جنب أو محدث ثم إغتسل ، أو توضأ وصلى بهم الجمعة أجزأه ، وهذا مذهبنا إلا أنه لو تعمد ذلك يصير سيئا، انتهى

وجاء في الجوهرة النيرة ص 139 وان خطب قاعدا أو على غير طهارة جاز لحصول المقصود ، وهو الذكر و الوعظ إلا أنه يكره ، انتهى

والله اعلم بالصواب
উত্তর লিখনে :
মুহা.আবুল হাসান
ছাত্র : ইফতা বিভাগ
মা’হাদুত তা’লীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা ।

সত্যায়নে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী– মা’হাদুত তালীম ওয়ালবুহুসিল ইসলামিয়া ঢাকা।

মেইল[email protected]

0Shares

আরও জানুন

স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান প্রসঙ্গে

প্রশ্ন:  সম্মানিত মুফতি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাবী এক বছর যাবত …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস