প্রচ্ছদ / পর্দা/দুগ্ধপান/হুরমত / মাহরাম ছাড়া মহিলাদের একাকী তওয়াফ করার হুকুম কী?

মাহরাম ছাড়া মহিলাদের একাকী তওয়াফ করার হুকুম কী?

প্রশ্ন

Assalamu Alaikum Wr

Dear Mufti Shaheb

What is the rules for tawaf for female without mahram?

Please let me know with authentic references.

Wassalam

Shahidullah

KSA

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

জায়েজ আছে। মাহরাম শর্ত শুধুমাত্র দূরের সফরের জন্য। এমনিতে কাছাকাছি নিরাপদ স্থানে যেতে মাহরাম থাকা জরুরী নয়।

সেই হিসেবে মাহরামসহ যদি মহিলা মক্কা এসে থাকে,তাহলে তার জন্য একাকী তাওয়াফ করা জায়েজ আছে।

أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ مُسْلِمَةٍ تُسَافِرُ مَسِيرَةَ لَيْلَةٍ إِلَّا وَمَعَهَا رَجُلٌ ذُو حُرْمَةٍ مِنْهَا»

আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিম মহিলার জন্য সাথে তার কোন মাহরাম পুরুষ ব্যতীত এক রাতের পথও সফর করা বৈধ নয়। [সহীহ মুসলিম, হাদীস নং-১৩৩৯, ইফাবা-৩১৩৬]

فيباح له الخروج إلى ما دونه لحاجة بغير محرم، وروى عن أبى حنيفة رح وأبى يوسف كراهية خروجها وحدها مسيرة يوم واحد، وينبغى أن يكون الفتوى عليه لفساد الزمان (رد المحتار-3/465

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …