প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / সারাক্ষণ রক্ত পেশাব বা বাতাস বের হয় এমন ব্যক্তি কিভাবে নামায পড়বে?

সারাক্ষণ রক্ত পেশাব বা বাতাস বের হয় এমন ব্যক্তি কিভাবে নামায পড়বে?

প্রশ্ন

যে ব্যক্তির সারাক্ষণ প্রস্রাব ঝরে, বা কিছুক্ষণ পরপরই পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, বা শরীরের কোন অঙ্গ দিয়ে রক্ত বা পূঁজ বের হতে থাকে, এমন ব্যক্তি কিভাবে পবিত্রতা অর্জন করে নামায পড়বে? দয়া করে জানালে কৃতার্থ হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মাজূর ব্যক্তির প্রতি নামাযের ওয়াক্ত আসার পর অজু করবে, তারপর সেই ওজু দিয়ে উক্ত নামাযের সময় থাকা অবস্থায় যত ইচ্ছে ফরজ ওয়াজিব ইত্যাদি নামায পড়তে পারবে। নতুন করে অজু করতে হবে না। কিন্তু পরের নামাযের সময় হলে আবার নতুন করে ওজু করতে হবে। এভাবে সে দৈনিন্দিন নামাযগুলো আদায় করতে থাকবে।

الْمُسْتَحَاضَةُ وَمَنْ بِهِ سَلَسُ الْبَوْلِ أَوْ اسْتِطْلَاقِ الْبَطْنِ أَوْ انْفِلَاتِ الرِّيحِ أَوْ رُعَافٍ دَائِمٌ أَوْ جُرْحٍ لَا يُرْقَأُ يَتَوَضَّئُونَ لِوَقْتِ كُلِّ صَلَاةٍ وَيُصَلُّونَ بِذَلِكَ الْوُضُوءِ فِي الْوَقْتِ مَا شَاءُوا مِنْ الْفَرَائِضِ وَالنَّوَافِلِ هَكَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ. (الفتاوى الهندية-1/41)

(وَصَاحِبُ عُذْرٍ مَنْ بِهِ سَلَسٌ) بَوْلٍ لَا يُمْكِنُهُ إمْسَاكُهُ (أَوْ اسْتِطْلَاقُ بَطْنٍ أَوْ انْفِلَاتُ رِيحٍ أَوْ اسْتِحَاضَةٌ)…. (وَحُكْمُهُ الْوُضُوءُ) لَا غَسْلُ ثَوْبِهِ وَنَحْوِهِ (لِكُلِّ فَرْضٍ) اللَّامُ لِلْوَقْتِ كَمَا فِي – {لِدُلُوكِ الشَّمْسِ} [الإسراء: 78]- (ثُمَّ يُصَلِّي) بِهِ (فِيهِ فَرْضًا وَنَفْلًا) فَدَخَلَ الْوَاجِبُ بِالْأَوْلَى (فَإِذَا خَرَجَ الْوَقْتُ بَطَلَ) أَيْ: ظَهَرَ حَدَثُهُ السَّابِقُ، (الدر المختار مع رد المحتار-1/504)

وتتوضأ المستحاضة ومن به سلس بول أو استطلاق بطن أو انفلات ريح أو رعاف دائم أو جرح لا يرفأ لوقت كل فرض، ويصلون به فرضا ونفلا (البحر الرائق، كتاب الطهارة، باب الحيض-1/373

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …