প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / এক পশুতে তিনজনের আকীকা ও কুরবানী একত্রে দেয়া যাবে কি?

এক পশুতে তিনজনের আকীকা ও কুরবানী একত্রে দেয়া যাবে কি?

প্রশ্ন

নাম- Md: A.B.S

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আপনি অনেক ভাল এবং সুস্থ আছেন আল্লাহ যেন আপনাকে আরো ভালো রাখেন সুস্থ্য রাখেন এই দোয়াই করি।

এক প্রবাসী ভাই আমার কাছে জানতে চাইলো কুরবানীর গরুর সাথে তিনজনের আকিকা + গরু কুরবানী একসাথে হবে কিনা যদি দয়া করে প্রশ্নের উত্তরটা দিতেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি প্রতিটি অংশের জন্য পশুতে আলাদা করে অংশ থাকে, তাহলে একই পশুতে কুরবানী ও আকীকা দেয়াতে কোন সমস্যা নেই।

আলাদা অংশ বলতে, একটি গরুতে ৭টি অংশীদার হতে পারে। সেই হিসেবে তিন অংশ আকীকা, আর বাকি চার অংশ কুরবানী হলে কুরবানী ও আকীকা উভয়ই শুদ্ধ হবে।

وكذا لو اراد بعضهم العقيقة عن ولد قد ولد له من قبل لأن ذلك جهة التقرب بالشكر على نعمة الولد (رد المحتار، كتاب الاضحية-9/472)

ولو أراد القربة الأضحية أو غيرها من القرب أجزأهم سواء كانت القربة واجبة أو تطوعا أو وجب على البعض دون البعض…… وكذالك إن أراد بعضهم العقيقة عن ولد له (الفتاوى الهندية، كتاب الاضحية، الباب الثامن فما يتعلق بالشركة فى الضحايا-5/304، جديد-5/351، بدائع الصنائع-4/209)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামী ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …