প্রশ্ন
প্রশ্নকর্তা- ইয়াসিন
বিষয়-কুরবানী
ঐ সকল প্রাণীর হুকুম কি যে সকল প্রাণীর পা ল্যাংড়া বা ভাঙ্গা ল্যাংড়া বা ভাঙ্গার কারণে জবাহের স্থানে নিজ ইচ্ছায় যেতে পারে না।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যে পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেটে যেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানী করা সহীহ হবে না।
عُبَيْدَ بْنَ فَيْرُوزَ قَالَ قُلْتُ لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ حَدِّثْنِي مَا كَرِهَ أَوْ نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْأَضَاحِيِّ قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ هَكَذَا بِيَدِهِ وَيَدِي أَقْصَرُ مِنْ يَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ لَا يَجْزِينَ فِي الْأَضَاحِيِّ الْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا وَالْعَرْجَاءُ الْبَيِّنُ ظَلْعُهَا وَالْكَسِيرَةُ الَّتِي لَا تُنْقِي
উবায়দ ইবন ফায়রূয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবন আযিবকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীতে কোন্ কোন্ পশু অপছন্দ করতেন বা নিষেধ করতেন তা আমাকে বলুন। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত দ্বারা এরূপ দেখালেন। আর আমার হাত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত থেকে ছোট। বললেন- চার প্রকারের পশুর কুরবানী করা বৈধ নয় : কানা পশু, যার কানা হওয়া প্রকাশ্য; রোগা পশু, যার রোগ প্রকাশ্য; খোঁড়া পশু, যার খোঁড়া হওয়া প্রকাশ্য আর এমন দুর্বল পশু যার হাঁড়ে মজ্জা নেই। [সুনানে নাসায়ী-২/১৭৯, হাদীস নং-৪৩৭৮, ইফাবা-৪৩৭১]
ولا يجوز العرجاء التى لا تقدر على القيام والمشى إلى المذبح وان قدرت جاز (خانية على هامش الهندية-3/353، جديد-3/249)
العرجاء التى لا تمشى إلى المنسك (الدر المختار)
وفى رد المحتار: أى التى لا يمكنها المشي برجلها العرجاء، إنما تمشى بثلاث قوائم، حتى لو كانت تضع الرابعة على الأرض وتستعين بها جاز (الدر المختار مع الشامى-9/467)
القرجاء البين عرجها وهى التى لا تقدر أن تمش برجلها إلى المنسك (الفتاوى الهندية-5/297
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামী ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।