প্রশ্ন
সম্মানিত মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।
হযরতের কাছে আমার প্রশ্ন হল, এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে। তাদের চার পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। সন্তানটি প্রায়ই অসুস্থ থাকে। সন্তানটি মা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় ভালভাবে চিকিৎসা করাতে সক্ষম নয়। তাই এমতাবস্থায় উক্ত সন্তানকে মায়ের কাছে রাখা যাবে কি? নাকি পিতা রেখে দিতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
সন্তানের চিকিৎসা খরচ বহন করার পিতার দায়িত্ব। যদি সন্তানকে তার মায়ের কাছে রেখেই চিকিৎসা করা সম্ভব হয়, তাহলে তাই করতে হবে। এ বয়সী সন্তানকে মা থেকে আলাদা করবে না। হ্যাঁ, যদি মায়ের কাছে রেখে চিকিৎসা করা সম্ভব না হয়, আর চিকিৎসা না করালে সন্তানের প্রাণের ঝুকি হয়, তাহলে চিকিৎসাকালীন সময় পর্যন্ত সন্তানকে পিতা তার কাছে রাখতে পারবে।
والحضانة تثبت للام… الا ان تكون مرتدة….. او فاجرة…. او غير مأمونة ذكره فى المجتبى بان تخرج كل وقت وتترك الولد ضائعا
وقال العلام ابن عابدين: المراد كثرة الخروج لان المدار على ترك الولد ضائعا، والولد فى حكم الامانة عندها ومضيع الامانة لا يستامن، (رد المحتار-5/259
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।