প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জেদ্দায় বসবাসকারী ব্যক্তির জন্য মক্কায় অবস্থান করা আত্মীয়দের সাথে দেখা করতে গেলে ইহরাম বেঁধে যাওয়া কি আবশ্যক?

জেদ্দায় বসবাসকারী ব্যক্তির জন্য মক্কায় অবস্থান করা আত্মীয়দের সাথে দেখা করতে গেলে ইহরাম বেঁধে যাওয়া কি আবশ্যক?

প্রশ্ন  

জেদ্দায় বসবাসকারী ব্যক্তির জন্য মক্কায় অবস্থান করা আত্মীয়দের সাথে দেখা করতে গেলে ইহরাম বেঁধে যাওয়া কি আবশ্যক?

নাকি ইহরাম বাঁধা ছাড়াও গমণ করতে পারবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সৌদীর বাসিন্দাগণ উমরা বা হজ্বের নিয়ত ছাড়া মক্কার সীমায় প্রবেশ করলে ইহরাম বাঁধতে হবে না।

উমরা বা হজ্বের নিয়ত করলে ইহরাম বাঁধা ছাড়া প্রবেশ করতে পারবে না।

عن طاؤس أن النبى صلى الله عليه وسلم لم يدخل مكة قط إلا محرما إلا يوم فتح مكة (المصنف لابن ابى شيبة-8\228، رقم-13697)

عن ابن عباس رضى الله عنهما قال: لا يدخل مكة أحد بغير إحرام إلا الحطابون والمعالون وأصحاب منافعها (المصن لابن ابى شيبة-8\227، رقم-13691)

أما لو قصد موضعا من الحل كخليص وجده حل له مجاوزته بلا احرام (الدر المختار مع الشامى-3\482)

ومن جاوز وقته يقصد مكانا فى الحل، ثم بدأ له أن يدخل مكة فله أن يدخلها بلا إحرام (البحر الرائق-2\552، الفتاوى التاتارخانية-3\553

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …