প্রশ্ন
জনাব,
আসসালামুআলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হযরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে ওযু করার পর ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক —
১. সতর যদি অল্প সময় আলগা থাকে সেক্ষেত্রে ওযু নষ্ট হবে কিনা? (যেমনঃ কাপড় পাল্টানোর সময় হতে পারে)
২. সতর যদি দীর্ঘ সময় আলগা থাকে সেক্ষেত্রে ওযু নষ্ট হবে কিনা?
বিনীত
আব্দুল্লাহ আরেফিন
মিরপুর-১, ঢাকা।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সতর খোলা ও ঢাকার সাথে অজু নষ্ট হওয়া ও থাকার কোন সম্পর্ক নেই। তাই সতর খোলা হলেও অযুর কোন ক্ষতি হয় না।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।