প্রশ্ন
ধূমপান করলে কি দোয়া কবুল হয়না? ধূমপানের শাস্তি কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ধুমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দুর্গন্ধময় হওয়ায় তা সেবন করা মাকরূহ। কিন্তু ধুমপান করলে দুআ কবুল হয় না একথার কোন ভিত্তি নেই।
ধুমপানের কোন শাস্তি ইসলামী শরীয়তে নির্দিষ্ট করা হয়নি।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল বুহুসিল ইসলামিয়া ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ফারূকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।