প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / শবে বরাত ও শবে কদর রজনীতে গোসলের হুকুম কী?

শবে বরাত ও শবে কদর রজনীতে গোসলের হুকুম কী?

প্রশ্ন

অনেকে বলে থাকে,শবে বরাত ও শবে কদরের রাত্রে মাগরিবের পরে গোসল করা নাকি মুস্তাহাব?
এর সত্যতা কতটুকু জানিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

শবে বরাত ও শবে কদরের রাতে গোসল করাকে মুস্তাহাব মনে করা পরিস্কার বিদআত। এতে কোন সন্দেহ নেই।

শবে কদর ও শবে বরাতে গোসল সম্পর্কিত কোন বর্ণনা হাদীস গ্রন্থে আসেনি।

কিছু বর্ণনা উক্ত মহামন্বিত দুই রাতে গোসল করার ফযীলত সম্পর্কিত বর্ণিত হয়েছে। যার সবই জাল ও বানোয়াট। এসবের উপর বিশ্বাস করার কোন সুযোগই নেই।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ সাহাবাগণ উপরোক্ত রাতসমূহে বিশেষভাবে গোসল করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।

[যাইলুল মাকাসিদিল হাসানা, যাইলু তাযীহিশ শারীয়া, ইতহাফুস সাদাতিল মুত্তাকীন-৩/৪২৭, আল বাহরুর রায়েক-২/৫২]

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

 

আরও জানুন

নাপাক লুঙ্গি পরিধান করে ফরজ গোসল করলে শরীর ও লুঙ্গি পবিত্র হবে কি?

প্রশ্ন নাপাক কাপড়ে কি ফরজ গোসল করলে পাক হওয়া যায়? উত্তর بسم الله الرحمن الرحيم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস