প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / স্ত্রীর জন্য শ্বশুর শ্বাশুরীর খিদমাত করা কি আবশ্যক?

স্ত্রীর জন্য শ্বশুর শ্বাশুরীর খিদমাত করা কি আবশ্যক?

প্রশ্ন

আমার প্রশ্ন হল, স্ত্রীর জন্য শ্বশুর শ্বাশুরীর খিদমাত করা কি আবশ্যক? যদি করতে না চায়, তাহলে জোরজবরদস্তীপূর্বক বাধ্য করা যাবে কি? এ বিষয়ে শরয়ী সমাধান জানতে চাই।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি স্ত্রী সেচ্ছায় শ্বশুর শ্বাশুরীর খিদমাত করে তাহলে উত্তম। কিন্তু করতে না চায়, তাহলে স্ত্রীকে খিদমাতের জন্য বাধ্য করা যাবে না। কারণ, এটি তার দায়িত্বের অন্তর্ভূক্ত বিষয় নয়। এটি কেবলি তার সুন্দর আখলাক ও সামাজিক বন্ধনের স্থিতিশীলতার জন্য নৈতিক কাজ হিসেবে পরিগণিত।

তাই স্ত্রীদের উচিত সাধ্যানুপাতে শ্বশুর শ্বাশুরীর খিদমাত করা। কারণ, আজকের গৃহবধুও এক সময় শ্বশুর শ্বাশুরী হবেন, তখন তাদেরও খিদমাতের প্রয়োজন হবে। সেই দিকে চিন্তা করে বৃদ্ধ শ্বশুর শ্বাশুরীকে নিজের মা ভেবে খিদমাত করা উচিত। এতে করে আল্লাহ তাআলা দুনিয়া ও আখেরাতে ইজ্জত দান করবেন।

কিন্তু এক্ষেত্রে শ্বশুর শ্বাশুরীদের অবশ্যই মনে রাখতে হবে যে, পুত্রবধুর দায়িত্ব ছিল না তাদের খিদমাত করা। কিন্তু পুত্রবধু দয়াপরাবশ হয়ে কাজটি করছেন। তাই তাকে নিজের কন্যার মত স্নেহ ও মোহাব্বত করা উচিত। অহেতুক তার দোষ তালাশে মত্ত হওয়া। তাকে স্বামীর কাছে,প্রতিবেশীর কাছে ছোট করার জন্য দোষচর্চা করা খুবই ঘৃনিত ও নিকৃষ্ট কাজ। যা থেকে বিরত থাকা প্রতিটি শ্বশুর শ্বাশুরীর কর্তব্য।

ليس للرجل أن يستخدم امرأته الحرة (المحيط البرهانى-4/237، رقم-4151

ليس للرجل أن يستخدم امراته الحرة الخ (الفتاوى التاتارخانية-4/209، رقم-6271

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …