প্রচ্ছদ / প্রশ্নোত্তর / এক সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়ানো কাজীকে আরেক সাক্ষী হিসেব করলে বিবাহ শুদ্ধ হবে কি?

এক সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়ানো কাজীকে আরেক সাক্ষী হিসেব করলে বিবাহ শুদ্ধ হবে কি?

প্রশ্ন

একজন সাক্ষীর উপস্থিতিতে কাজী যদি বিবাহ পড়ায়। তাহলে কাজীকে একজন সাক্ষী হিসেব করে দুইজন সাক্ষী ধরে বিবাহ শুদ্ধ বলা যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

য‌দি বর ও ক‌নে উক্ত মজ‌লি‌সে উপ‌স্থিত থা‌কে। তাহ‌লে বিবাহ শুদ্ধ হ‌য়ে যা‌বে।

আর য‌দি উপ‌স্থিত না থা‌কে, তাহ‌লে বিবাহ শুদ্ধ হ‌বে না।

ومن امر رجلا بأن يزوج ابنته الصغيرة، فزوجها والأب حاضر بشهادة رجل واحد سواهما جاز النكاح (هداية، كتاب النكاح-2\3-7، الدر المختار مع الشامى-4\94، هندية-1\268)

 ويشترط العدد فلا ينعقد النكاح بشاهد واحد (هندية-1\267)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক ও প্রধান মুফতী – মা’হাদুত তালীম ওয়াল  বুহুসিল ইসলামিয়া ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …