প্রশ্ন
আমি অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আমাদের বাড়িতে ৩-৪লক্ষ টাকা পরিমান ঋণগ্রস্ত আছে। আমাদের বাড়িতে ব্যবসা করতেছে।যা দিয়ে আমাদের সংসার এর খরচ চলে।
আমার বিশ্ববিদ্যালয় এর ফি ৪৫০০০ টাকা জমা দিতে হবে। আমি একটা চাকরি করি, ৪৫০০০ হাজার টাকা দিয়ে দিতে ১২-১৫মাস এর মত সময় লাগবে। আমার ফ্রম ফিল আপের জন্য যাকাত এর টাকা ৩৫০০০টাকা দিতে চাইতেছে।এখন আমি কি যাকাত নিতে পারব ।।।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি আপনি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তিগতভাবে না হন, তাহলে আপনার জন্য যাকাতের অর্থ গ্রহণ জায়েজ আছে।
যাকাত গ্রহণ করার যোগ্য ব্যক্তি তা গ্রহণ করে যেকোন বৈধ কাজেই তা ব্যবহার করতে পারে। সেই হিসেবে যাকাত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ফরম ক্রয় বাবদ তা ব্যবহার করাও বৈধ হবে।
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ [٩:٦٠]
যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। {সূরা তাওবা-৬০}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– [email protected]