প্রশ্ন
From: এম. আর. করিম
বিষয়ঃ নামায
প্রশ্নঃ
ইউরুপে গ্রীষ্ম কালে সুর্য অস্ত যায় আনুমানিক ৯.০০-১০.১৫ পিএম এর মধ্যে। অনেকে মাগরিব ও এশার নামাজ এক সাথে পড়ে। আরার শীত কালে সুর্য অস্ত যায় ৪.১৫-৫.০০ পিএম এর মধ্যে। তখন অনেকে যোহর ও আসরের নামায এক সাথে পড়ে। কোরআন ও হাদিসের আলোকে এটাকি যায়েজ? এইভাবে কি নামায পড়া যায়?
উত্তর
بسم الله الرحمن الريحم
সময়ের কিছু পার্থক্য হলেও যেহেতু উক্ত স্থানে যোহর ও আসরের সময় আসে, তাই সময় হবার আগেই আসর ও ইশার নামায পড়লে তা আদায় হবে না। সময়মতই আদায় করতে হবে।
যেমন আমাদের দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় সাড়ে ছয়টার পর। আর সূর্যোদয় হয় পাঁচটার দিকে। কিন্তু শীতকালে সূর্য অস্ত যায় সোয়া পাঁচটার দিকে। আর সূর্যোদয় হয় সাড়ে ছয়টার দিকে।
শীত ও গ্রীষ্মকালে এক ঘন্টা এদিক সেদিক হয়ে যায়। কিন্তু প্রতিটি নামাযের সময়ই পাওয়া যায়। তেমনি ইউরোপের যে স্থানে চার পাঁচ ঘন্টা এদিক সেদিক হয় সূর্যোদয় এবং সূর্যাস্ত। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাযের সময়ই পাওয়া যায়, সেসব স্থানে দুই নামায একত্রে পড়লে নামায হবে না। বরং সময়মতই আদায় করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে এক ঘন্টা এদিক সেদিক হলেও যেহেতু নামাযের সময় পাওয়া যায়, তাই ঠিক সময়েই তা আদায় করতে হয়।
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا [٤:١٠٣]
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। [সূরা নিসা-১০৩]
فى السنن الترمذى – 188 – حدثنا أبو سلمة يحيى بن خلف البصري حدثنا المعتمر بن سليمان عن أبيه عن حنش عن عكرمة عن ابن عباس : عن النبي صلى الله عليه و سلم قال من جمع الصلاتين من غير عذر فقد أتى بابا من أبواب الكبائر(السنن الترمذى –كتاب الصلاة، باب ما جاء في الجمع بين الصلاتين في الحضر،-1/48 رقم الحديث-188)
فى الفتاوى الهندية- ولا يجمع بين الصلاتين في وقت واحد لا في السفر ولا في الحضر بعذر ما عدا عرفة والمزدلفة كذا في المحيط(الفتاوى الهندية –كتاب الصلاة، الفصل الثاني في بيان فضيلة الأوقات -1/52
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com