প্রশ্ন
From: আবদুল্লাহ
বিষয়ঃ মাহরামকে চুম্বন করা কি গুণাহ?
প্রশ্নঃ
গায়রে মাহরামের সাথে যে কোনো শারীরিক কার্যকলাপ তো গুণাহ এটা জানি,কিন্তু মাহরামকে চুম্বন করলে কি গুণাহ হবে?
এক্ষেত্রে দুটি বিষয়ঃ মহাব্বতের কারণে ও শাহওয়াতের কারণে। আশা করি উত্তর দিয়ে বাধিত করবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
মাহরামকে মোহাব্বতের কারণে চুম্বন করা জায়েজ আছে। কিন্তু শাহওয়াতের শংকা হলে কোন স্থানেই চুম্বন করা জায়েজ নয়।
(وَكُرِهَ) تَحْرِيمًا قُهُسْتَانِيٌّ (تَقْبِيلُ الرَّجُلِ) فَمَ الرَّجُلِ أَوْ يَدَهُ أَوْ شَيْئًا مِنْهُ وَكَذَا تَقْبِيلُ الْمَرْأَةِ الْمَرْأَةَ عِنْدَ لِقَاءٍ أَوْ وَدَاعٍ قُنْيَةٌ وَهَذَا لَوْ عَنْ شَهْوَةٍ، وَأَمَّا عَلَى وَجْهِ الْبِرِّ فَجَائِزٌ عِنْدَ الْكُلِّ خَانِيَّةٌ، وَفِي الِاخْتِيَارِ عَنْ بَعْضِهِمْ لَا بَأْسَ بِهِ إذَا قَصَدَ الْبِرَّ وَأَمِنَ الشَّهْوَةَ كَتَقْبِيلِ وَجْهِ فَقِيهٍ وَنَحْوِهِ (الدر المختار مع رد المحتار-9/546)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com