প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / নাবালেগ কন্যার লজ্জাস্থান স্পর্শের দ্বারা স্ত্রী নিজের উপর হারাম হয়ে যায়?

নাবালেগ কন্যার লজ্জাস্থান স্পর্শের দ্বারা স্ত্রী নিজের উপর হারাম হয়ে যায়?

প্রশ্ন

From: নাম প্রকাশে অনিচ্ছুক
বিষয়ঃ বিবাহ

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম
হুজুর,পিতা যদি তার নাবালেগা কন্যার লজ্জাস্থান স্পর্শ করে তাহলে কি কন্যার পিতার সাথে কন্যার মাতার বিবাহ  ভেঙ্গে যাবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি কন্যা বালেগা হবার নিকটবর্তী হয়, তাহলে উত্তেজনার সাথে সরাসরি কন্যার লজ্জাস্থান স্পর্শ করলে স্ত্রী হারাম হয়ে যাবে। আর যদি কম বয়স্ক নাবালেগা হয়, বা উত্তেজনা না থাকে, কিংবা উপরে মোটা আবরণ থাকে, তাহলে স্পর্শ দ্বারা হুরমতে মুসাহারাত তথা স্পর্শকৃতের মা স্পর্শকারীর উপর হারাম হবে না। {হুরমতে মুসাহারাত-১৯}

وَلاَ تَنكِحُواْ مَا نَكَحَ آبَاؤُكُم مِّنَ النِّسَاء إِلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاء سَبِيلاً (سورة النساء-22)

قَوْله تَعَالَى وَلا تَنْكِحُوا مَا نَكَحَ آباؤُكُمْ مِنَ النِّساءِ قَدْ أَوْجَبَ تَحْرِيمَ نِكَاحِ امْرَأَةٍ قَدْ وَطِئَهَا أَبُوهُ بِزِنًا أَوْ غَيْرِهِ إذْ كَانَ الِاسْمُ يَتَنَاوَلُهُ حَقِيقَةً فَوَجَبَ حَمْلُهُ عَلَيْهَا (احكام القرآن للرازى-2/136، سورة النساء-22)

আরো জানতে হলে পড়ুন

ছেলের স্ত্রীকে স্পর্শ করার দ্বারা কী ছেলের জন্য স্ত্রীটি হারাম হয়ে যায়?

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …