প্রশ্ন
From: ওমর
বিষয়ঃ দাওয়াতে তাবলীগ সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্নঃ
বর্তমান যামানায় যে দাওয়াতে তাবলীগের নামে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে কুরআন এবং হাদীসের আলোকে এর সমাধান জানালে উপকৃত হব।
আর উত্তর উপরোক্ত মেইলে রিমাইন্ডার জানালে খুশি হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
একাডেমিক পদ্ধতিতে মাদরাসায় ভর্তি হয়ে কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন করা যেমন জায়েজ। তেমনি বর্তমান প্রচলিত পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগের কাজ করাও জায়েজ।
নাজায়েজ বা বিদআত হবার কোন শরয়ী কারণ নেই।
বাকি খেয়াল রাখতে হবে, কোন প্রকার শরয়ী নীতিমালা যেন লঙ্ঘণ না হয়।
ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ (النحل: ١٢٥(
আপনি আপনার প্রতিপালকের দিকে আহবান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন। (সূরা নাহল: ১২৫)
অন্যত্র মহান আল্লাহ বলেন
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (آل عمران: ١٠٤(
আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। (সূরা আলে ইমরান: ১০৪)
অন্যত্র মহান আল্লাহ বলেন:
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم مِّنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ )آل عمران: ١١٠(
তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা ন্যায়কার্যে আদেশ এবং অন্যায় কার্যে নিষেধ কর এবং আল্লাহতে বিশ্বাস কর। (সূরা আলে ইমরান: ১১০)
বিঃদ্রঃ
দাওয়াত ও তাবলীগ এবং ফাযায়েলে আমালের উপর উত্থাপিত বিভিন্ন প্রশ্নের কুরআন ও হাদীস ভিত্তিক জবাব জানতে হলে পড়ুন আমাদের প্রকাশিত “ফাযায়েলে আমাল ও উলামায়ে দেওবন্দঃ আপত্তি ও খণ্ডন” বইটি।
প্রাপ্তিস্থানঃ
রাহনুমা প্রকাশনী ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : 01762-593349, 01972-593349
অনলাইন পরিবেশক :
রকমারি ডট কম- 16297 / 01519 521 971
খিদমাহশপ ডট কম- 01939 773 354
ওয়াফিলাইফ ডট কম –০১৭ ৯৯৯২ ৫০৫০, ০১৭ ০৭০৭ ২৬৩২
হেল্পফুল শপ -01704 218 287
কিতাবঘর ডট কম- 01721 999 112 bipononos/বিপণন উমেদ পয়েন্ট
ইসলামিক বইঘর-01624-847383
ইত্যাদি শপ- 01875-955966
আরো জানতে হলে পড়ুনঃ
প্রচলিত তাবলীগ জামাতের শরয়ী কোন ভিত্তি আছে কী?
তাবলীগ জামাত ইসলাম ধর্মে একটি নতুন বিদআত?
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– [email protected]