প্রচ্ছদ / নাম ও বংশ/নবজাতক / আলেম উলামাগণকে “হুজুর” বলে সম্বোধন করা নাজায়েজ?

আলেম উলামাগণকে “হুজুর” বলে সম্বোধন করা নাজায়েজ?

প্রশ্ন

From: shafiqullah
বিষয়ঃ হুজুর শব্দ

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলে ,কোনো আলেমকে  হুজুর বলে ডাকা কি কোনো অপরাধ? আর আমাদের লামাযহাবি ভাইরা এর বিরুদ্ধে বলে কেন?
হুজুর শব্দটির ব্যাখ্যা ও হুকুম  যানতে চাই।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

হুজুর শব্দটি আরবী। এটি এসেছে حاضر তথা হাজির থেকে। যার অর্থ হল উপস্থিত। আর হুজুর বলা হয়, যার সামনে মানুষ উপস্থিত হয়।

যিনি সম্মানিত ব্যক্তি তার কাছে মানুষ আসে। উপস্থিত হয়। এ কারণে সম্মানিত ব্যক্তিদের হুজুর বলা হয়।

বাংলায় আমরা যেমন  জনাব শব্দটি ব্যবহার করি। তেমনি আমরা আরবীতে “হুজুর” শব্দটি সম্মানার্থে ব্যবহার করে থাকি।

এ শব্দটি ব্যবহারে শরয়ী কোন বিধিনিষেধ নেই।

যারা এটি ব্যবহারে আপত্তি তুলেন এটা তারা অজ্ঞতা কিংবা বিদ্বেষের কারণে করে থাকেন। নতুবা এ শব্দটি আলেমদের জন্য বা কোন সম্মানিত ব্যক্তিদের জন্য ব্যবহারে শরীয়তে কোন নিষেধাজ্ঞা আসেনি।

তাই আলেম উলামাগণের সম্মানে এ শব্দটি ব্যবহারে কোন সমস্যা নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …