প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / স্বামী কর্তৃক তালাকের ক্ষমতা বলে এক তালাক নিজের উপর পতিতকারীনী মহিলা ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করতে পারবে কি?

স্বামী কর্তৃক তালাকের ক্ষমতা বলে এক তালাক নিজের উপর পতিতকারীনী মহিলা ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করতে পারবে কি?

প্রশ্ন

স্বামী-স্ত্রী বনি-বনা না হ‌ওয়াতে,কাবিননামায় নিচের শর্ত অনুযায়ী, তিন মাসিক পূর্বে, স্ত্রী কোন সাক্ষী ছাড়া নিজের নফস -এর উপর এক তালাক বায়েন প্রদান করে। এখন কি ঐ স্ত্রী,নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?

কাবিননামায় লিখিত আছেঃ “স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পন করিয়াছে, যদি উভয়ের মধ্যে বনিবনা না হয়”।

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি স্বামীর সাথে বনিবনা না হয়ে থাকে, তাহলে তালাকনামায় প্রদত্ব ক্ষমতা বলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করলে। তিন হায়েজ অতিক্রান্ত হবার পর উক্ত স্ত্রীলোক অন্যত্র বিবাহ করতে পারবে।

সেই সাথে প্রথম স্বামীর সাথেও দ্বিতীয়বার  বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ [٢:٢٣١]

আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও, অতঃপর তারা নির্ধারিত ইদ্দত সমাপ্ত করে নেয়, তখন তোমরা নিয়ম অনুযায়ী তাদেরকে রেখে দাও অথবা সহানুভুতির সাথে তাদেরকে মুক্ত করে দাও। [সূরা বাকারা-২৩১]

وفى الفتاوى الهنديةإذا كان الطلاق بائنا دون الثلاث فله أن يتزوجها في العدة وبعد انقضائها وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

ভুলে আপন ভাগ্নির মেয়েকে বিয়ে করে সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আসসালামুওয়ালাইকুম উস্তাজ, আমার আত্নীয় ২০১৮ সালে বিয়ে করেন। অজ্ঞতা বসত আপন ভাগ্নির মেয়েকে বিয়ে …