প্রচ্ছদ / ক্রয়-বিক্রয় / আম বা লিচু বাগানের জমি ভাড়া নিয়ে ফল ক্রয় বিক্রয় করার হুকুম কী?

আম বা লিচু বাগানের জমি ভাড়া নিয়ে ফল ক্রয় বিক্রয় করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সম্মানিত মুফতী সাহেব। আপনাদের ওয়েব সাইটের প্রশ্নোত্তর বিভাগের মাধ্যমে আমরা খুব সহজেই শরয়ী অনেক মাসায়েলের সমাধান পাচ্ছি। আল্লাহ আপনাদের বরকত দান করুন।

মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমরা শুনেছি যে, গাছে ফল হবার আগে ক্রয় বিক্রয় করা নাজায়েজ।

আমি আম ও লিচুর ব্যবসা করতে চাই। কিন্তু উপরোক্ত পদ্ধতি ছাড়া আম ও লিচুর বাগান ক্রয় করা সম্ভব নয়।

এখন আমার প্রশ্ন হল, যদি আমি আম বা লিচুর বাগান জমিনসহ কয়েক বছরের জন্য ভাড়া নেই। তাহলে সেই কয়েক বছরে উৎপাদিত আমও লিচু আমার জন্য বিক্রয় করে ব্যবসা করা কি বৈধ হবে? আর এভাবে ভাড়া নেবার চুক্তিটাও কতটুকু শরীয়ত সম্মত? দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

কয়েক বছরের জন্য জমির ভাড়া নেয়া এবং তাতে উৎপাদিত ফসল ভোগ করা বা বিক্রি করা জায়েজ আছে।

إذا استأجر ارضا على أن يكربها، ويزرعها، أو يسقيها ويزرعها صح، لأنه شرط يقتضيه العقد، وهو ملائم له فلا يفسد العقد (البحر الرائق، كتاب الاجارة، باب الإجارة الفاسدة-8/43، الدر المختار مع رد المحتار-9/82)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …